আহার্য বস্তু
যা মূলত দেহের শক্তি, পুষ্টি ও
বৃদ্ধির জন্য গ্রহণ করা হয়।
ঊর্ধ্বক্রমবাচকতা
{ আহার্যবস্তু |
বস্তু
|
দৈহিক সত্তা|
সত্তা
|}
ইংরেজি :
food, nutrient
।
ব্যাখ্যা: দেহের শক্তি, পুষ্টি ও বৃদ্ধির জন্য যে সকল বস্তুগ্রহণ করা হয়,
তা সবই সাধারণভাবে আহার্যবস্তু বলা হয়। আহার্যবস্তুর প্রকৃতি অনুসারে একে কয়েকটি
ভাগে ভাগ করা হয়। যেমন-
-
খাদ্য: কঠিন বস্তুজাত আহার্যবস্তু, যা চিবিয়ে
খাওয়া হয়।
- পানীয়
(beverage, drink, drinkable,
potable):
তরলজাতীয়
আহার্যবস্তু, যা পান করা হয়।