ভূ-স্তরসমষ্টি
পৃথিবীর ভূভাগের স্তরগুলো যে বিন্যস্তদশায় পাওয়া যায়, তার সমষ্টিগত নাম।
ঊর্ধ্বক্রমবাচকতা
{ভূস্তর সমষ্টি |
দৈহিক-লক্ষ্যবস্তু |
দৈহিক সত্তা |
সত্তা |
}
ইংরেজি:
geological formation, formation
ব্যাখ্যা: দৈহিক লক্ষ্যবস্তুর ভিতরে রয়েছে ভূভাগের নানা উপকরণ। তার একটি হলো
ভূ-স্তরসমষ্টি। পৃথিবীর ভূস্তরে নানা রকমের সংগঠন লক্ষ্য করা যায়। যেমন−
(natural elevation, elevation)
: প্রাকৃতিক কারণে উত্থিত ভূস্তরসমষ্টি।