প্রাকৃতিক উত্থান
প্রাকৃতিক কারণে উত্থিত ভূ-স্তরসমষ্টি।
ঊর্ধ্বক্রমবাচকতা { প্রাকৃতিক উত্থান | ভূ-স্তরসমষ্টি | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা | }
ইংরেজি:
natural elevation, elevation
ব্যাখ্যা: প্রাকৃতিক কারণে ভূ-স্তরসমষ্টি উত্থিত হয়ে, সমতল ভূমির চেয়ে উচ্চতর লক্ষ্যবস্তু হিসেবে দৃশ্যমান হয়। এই উত্থানের ফলে সৃষ্টি হয়, একক কোনো পাহাড়, পর্বতমালা বা মালভূমি।