প্রাকৃতিক উত্থান
প্রাকৃতিক কারণে উত্থিত ভূ-স্তরসমষ্টি।
ঊর্ধ্বক্রমবাচকতা
{ প্রাকৃতিক উত্থান |
ভূ-স্তরসমষ্টি |
দৈহিক-লক্ষ্যবস্তু |
দৈহিক সত্তা |
সত্তা |
}
ইংরেজি:
natural elevation, elevation
ব্যাখ্যা:
প্রাকৃতিক কারণে ভূ-স্তরসমষ্টি উত্থিত
হয়ে, সমতল ভূমির চেয়ে উচ্চতর লক্ষ্যবস্তু হিসেবে দৃশ্যমান হয়। এই উত্থানের ফলে
সৃষ্টি হয়, একক কোনো পাহাড়, পর্বতমালা বা মালভূমি।
(range, mountain range, range of
mountains, chain, mountain chain, chain of mountains):
প্রাকৃতিক কারণে উত্থিত ভূ-স্তরসমষ্টি ,
যা নানা পর্বতের সমাহারে গঠিত ।