জ্ঞাতি-নারী
পরোক্ষভাবে সৃষ্ট আত্মীয়া। এই সম্পর্ক হতে পারে রক্তের সূত্রে, বৈবাহিক সূত্রে।
ঊর্ধ্বক্রমবাচকতা
{ জ্ঞাতি-নারী |
আত্মীয় |
ব্যক্তি |
জীবসত্তা|
জীবন্তবস্তু|
দৈহিক-লক্ষ্যবস্তু|
দৈহিক সত্তা|
সত্তা|}
ইংরেজি:
relative, relation
।
ব্যাখ্যা: মানুষের রক্তের সূত্রে বা বৈভাহিক সূত্রে
আত্মীয় তৈরি হতে পারে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। যেমন- পিতার সাথে সন্তানের সম্পর্ক
প্রত্যক্ষ রক্তের সম্পর্ক। কিন্তু আপন বোনের সাথে রক্তের সম্পর্ক পিতা -মাতার সূত্রে।
এক্ষেত্রে বোন, ফুফু, মামা, কাকা ইত্যাদি প্রত্যক্ষভাবে রক্তের সম্পর্ক।
- সহোদরা
(female sibling):
একই পিতামাতার নারী-সন্তান।
- সৎ বোন
(step
sister):