রৈখিক-পরিমাপ একক
দৈর্ঘ্য পরিমাপের জন্য ব্যবহৃত একক।
ঊর্ধ্বক্রমবাচকতা
{রৈখিক পরিমাপ একক |
রৈখিক পরিমাপ |
মাপ |
বিমূর্তন |
বিমূর্ত সত্তা |
সত্তা |
}
ইংরেজি:
linear unit
ব্যাখ্যা: প্রতিটি রৈখিক পরিমাপের একক স্বতন্ত্র মান ধারণ করে। এই মান
আবার পরিমাপ পদ্ধতি অনুসরণে। এই রৈখিক পরিমাপ এককের পদ্ধতিগুলো হলো-
(metric linear unit):
দশমিক পদ্ধতিতে রৈখিক পরিমাপ একক
ব্যবহার করা হয়। যেমন- সেন্টিমিটার, মিটার, কিলোমিটার ইত্যাদি।