নিঃসরণ
(রসায়নবিজ্ঞান) মূল মৌলিক পদার্থের পরমাণু থেকে কোনো ইলেক্ট্রনের মুক্তকরণ

ঊর্ধ্বক্রমবাচকতা  {
 | মুক্তকরণ | প্রাকৃতিক প্রক্রিয়া | দৈহিক প্রক্রিয়া | দৈহিক সত্তা | সত্তা |}
ইংরেজি:  emission

ব্যাখ্যা: কোনো পদার্থ থেকে যখন আধান মুক্ত হয়ে যায়, তখন এই প্রক্রিয়াকে বলা হয় মুক্তকরণ। নিঃসরণের ক্ষেত্রে মৌলিক পদার্থের মূল পরমাণু থেকে কোনো ইলেক্ট্রোনের মুক্তিকে বুঝায়। আর যখন এই জাতীয় নিঃসরণ ক্রমাগত ঘটতে থাকলে বিদ্যুৎ-চুম্বকীয় রশ্মির নিঃসরণ ঘটে। এই জাতীয় নিঃসর্ণকে বলা হয় তেজস্ক্রিয়তা।