দৈহিক লক্ষণগুণ
দৈহিক সত্তার অধিকারী বস্তুর দৈহিক লক্ষণসমূহ
ঊর্ধ্বক্রমবাচকতা | দৈহিক লক্ষণগুণ | লক্ষণগুণ | সত্তাগুণ | বিমূর্তন | বিমূর্ত-সত্ত | সত্তা |}
ইংরেজি: physical property

ব্যাখ্যা: প্রতিটি সত্তার রয়েছে নিজস্ব বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য হতে পারে বিমূর্তগুণ রূপে প্রকাশ পেতে পারে। যেমন ফুলের গন্ধ। আবার কোনো বস্তুর আকার, আয়তন রং ইত্যাদির ভিতরে দিয়ে দৈহিক রূপ প্রকাশ পায়। দৈহিক রূপের লক্ষণগুলোই হলো দৈহিক লক্ষণগুণ।