উদ্ভিদ
চলাচলে অক্ষম এমন জীবসত্তা।
ঊর্ধ্বক্রমবাচকতা
{উদ্ভিদ |
জীবসত্তা |
জীবন্তবস্তু |
দৈহিক-লক্ষ্যবস্তু |
দৈহিক সত্তা |
সত্তা |
}
ইংরেজি :
Plant, flora, plant life
ব্যাখ্যা:
চলাচলে অক্ষম এমন জীবসত্তা। কঠিন
খাদ্যগ্রহণে অক্ষম, কোষসমূহ জড়প্রাচীর ধর্মী, এবং প্রাণীকুলের মতো স্বচ্ছায় চলাচলে
অক্ষম- এবং স্নায়ুতন্ত্র, রেচনতন্ত্র, শ্বসনতন্ত্র, রক্তসংবহনতন্ত্র নাই- এমন
জীবজগতের সদস্যসমূহের জাতিগত নাম হলো উদ্ভিদ। বিজ্ঞানীর উদ্ভিদকে নানা ভাগে ভাগ করেছেন। যেমন-
vascular plant, tracheophyte
): ভাস্কুলার পদ্ধতি
রয়েছে এমন সবুজ উদ্ভিদ। এর ভিতরে রয়েছে ফার্ন, জিমনোস্পার্ম্স্,
এনজিওসপার্ম্স্।