শিলা
খনিজ পদার্থ সমৃদ্ধ ভূত্বকের গাঠনিক উপাদান। স্বাভাবিক পার্থিব তাপমাত্রায় কঠিন অবস্থায় থাকে।
ঊর্ধ্বক্রমবাচকতা {| শিলা | স্পর্শনীয় বস্তু | বস্তু | দৈহিক সত্তা | সত্তা |
ইংরেজি: rock, stone

ব্যাখ্যা: খনিজ পদার্থ সমৃদ্ধ ভূত্বকের গাঠনিক উপাদান। এই উপাদানের গাঠনিক বিন্যাস এবং কঠিন বা তরল দশা অনুসারে নানা ভাগে ভাগ করা হয়। যেমন-