কার্পণ্য
যে কোনো কিছু উদারভাবে প্রদান করতে চায়
না।
ঊর্ধ্বক্রমবাচকতা
{ কার্পণ্য | চারিত্রিক বৈশিষ্ট্য
|
সত্তাগুণ |
বিমূর্তন |
বিমূর্ত সত্তা |
সত্তা | }
ইংরেজি:
stinginess
ব্যাখ্যা:
ব্যক্তির কারপণ্য নানা ধরনের হতে পারে। যেমন
- হীনমনা (meanness, minginess, niggardliness, niggardness, parsimony, parsimoniousness, tightness, tightfistedness, closeness):
যে কোনো কিছু উদারভাবে প্রদান করার
ক্ষেত্রে নিচু বা হীনমনের পরিচয় দেয়।