ভাবপ্রকাশক শৈলী
ভাষা, শিল্পকলা ইত্যদির মাধ্যমে এমন একটি ভাবপ্রকাশক পদ্ধতি, যারা দ্বারা সুনির্দিষ্ট সময় বা অবস্থায় কোনো বিষয়ের স্বতন্ত্র বৈশিষ্ট্য প্রকাশিত হয়।

ঊর্ধ্বক্রমবাচকতা  | ভাবপ্রকাশক শৈলী | যোগাযোগ | বিমূর্তন | বিমূর্ত সত্তা | সত্তা | }
ইংরেজি:
expressive style, style
ব্যাখ্যা: প্রতিটি ভাবের প্রকাশের একটি রীতি পদ্ধতি রয়েছে। এই পদ্ধতি অনুসরণে যখন কোনো ব্যক্তি বা গোষ্ঠীর দ্বারা প্রকাশিত হয়, তখন ব্যক্তি বা গোষ্ঠীর নিজস্ব কিছু ভাবনা বা প্রক্রিয়া যুক্ত হয়। ফলে অন্যান্যদের প্রকাশের সাথে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ভাবপ্রকাশ একটি স্বতন্ত্ররূপ লাভ করে। এই ভাবপ্রকাশ স্বতন্ত্ররূপই হলো- ভাবপ্রকাশক শৈলী।