স্যান্টোনিয়ান আমল
ঊর্ধ্বক্রমবাচকতা {
|
আমল
|
ভূতাত্ত্বিক কাল
|
প্রবহমান-কাল
|
সত্তাগুণ
|
বিমূর্তন
|
বিমূর্ত সত্তা
|
সত্তা
|}
একটি ভূতাতত্ত্বিক সময়কাল বিশেষ।
ক্রেটাসিয়াস অধিযুগ-এর
অন্ত্য
ক্রেটাসিয়াস অন্তঃযুগের একটি আমল।
এই আমলের সময় সীমা ছিল ৮ কোটি ৬০ লক্ষ বৎসর থেকে
৮ কোটি ৪০ লক্ষ বৎসর পর্যন্ত (মতান্তরে ৮ কোটি ৫৮ লক্ষ বৎসর থেকে ৮ কোটি ৩৫ লক্ষ বৎসর পর্যন্ত)।
এই আমলটির সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করেছিলেন ফরাসি
বিজ্ঞানী Henri
Coquand।
এবং ১৮৫৭ খ্রিষ্টাব্দে এই আমলটি বিজ্ঞানীমহলে স্বীকৃতি লাভ করে। ফ্রান্সের
স্যাইন্টোঞ্জ অঞ্চলের স্যাইন্টেস শহরের নামানুসারে। কখনো কখনো এই আমলের সময়কালকে
ঊর্ধ্ব, মধ্য ও নিম্ন ধাপে ভাগ করা হয়।
এই আমলের প্রাণিকূল :
অউকাসোরাস
(Aucasaurus)
Hungarosaurus
Pinacosaurus
Tsagantegia
Hexanchus microdon
Notidanodon
Notidanoides
Craspedodon
Graciliceratops
Udanoceratops
Notosuchus
Shamosuchus
Arstanosaurus
Claosaurus
Gryposaurus
Dolichorhynchops
Aralazhdarcho
Bakonydraco
Quaesitosaurus
Madtsoia
Achillesaurus
Achillobator
Alectrosaurus