শকাব্দ

ঊর্ধ্বক্রমবাচকতা {| বৎসর | পর্যায় কাল |মৌলিক পরিমাপ | পরিমা | বিমূর্তন | বিমূর্ত সত্ত | সত্তা |}

এটি একটি সৌরাব্দ। রাজা কনিষ্ক রাজ্যত্ব লাভ করেন ৭৮ খ্রিষ্টাব্দে। এই উপলক্ষে প্রবর্তিত অব্দ শকাব্দ নামে অভিহিত করা হয়। উল্লেখ্য কনিষ্ক নিজে শক জাতির ছিলেন না। কিন্তু শকদের সাথে কুষাণদের বেশ সখ্য ছিল। তাছাড়া কনিষ্কের আমলে এই অব্দের নাম শকাব্দ ছিল না। পরবর্তী সময়ে বিভিন্ন গ্রন্থে কনিষ্ক প্রবর্তিত অব্দে সময় উল্লেখ করার সময় শকাব্দ ব্যবহার করা হয়েছে। খ্রিষ্টাব্দের সাথে ৭৮-৭৯ বৎসর যুক্ত করলে শকাব্দ পাওয়া যায়। প্রকৃত অর্থে তিনি কুষাণবংশীয় ছিলেন কিনা এ নিয়ে মতভেদ আছে। তবে কুষাণদের সাথে তাঁর অত্যন্ত সুসম্পর্ক ছিল। এই কারণে পরবর্তী সময় কণিষ্কের রাজ্যারোহণের সম্পর্কিত অব্দ শকাব্দ নামে পরিচিত লাভ করেছিল।

এই অব্দটি বিক্রমাব্দের পরে হওয়ায়, ধারণা করা বিক্রমাব্দের প্রভাব ছিল শকাব্দে। শকাব্দ দক্ষিণভারতের অধিকাংশ স্থানে ব্যাপকভাবে অনুসরণ করা হয়। দক্ষিণ ভারতে এই অব্দ শুরু হয় চৈত্র শুক্লা প্রতিপদে। কিন্তু কোনো কোনো অঞ্চলে বর্ষ শুরু হয় ১লা বৈশাখ থেকে। উত্তর ভারতে এর মাসগুলো পূর্ণিমান্ত এবং দক্ষিণ ভারতে অমাবস্যান্ত।


সূত্র :