যোগশাস্ত্রে বর্ণিত
আসন বিশেষ।
শবের (মৃতদেহ) ভঙ্গিমায় এই আসন করা হয় শবলে,
এর এরূপ নামকরণ করা
হয়েছে।
পদ্ধতি
১. দুই হাত শরীরের
দুই পাশে মেলে রেখে সটান চিৎ হয়ে শুয়ে পড়ুন। এই সময় হাতের তালু থাকবে উপরের দিকে এবং একটু
বাইরের দিকে হেলানো থাকবে।
২. পা দুটোর মাঝে
কিছুটা ফাঁক রাখুন। এই সময় পায়ের পাতা বাইরের দিকে একটু হেলে থাকবে।
৩. সমস্ত শরীরকে শয়ন
তলের উপর ছেড়ে দিন।
৪. খুব ধীরে ধীরে
শ্বাস-প্রশ্বাস চালাতে থাকুন। এবার মনকে সমস্ত চিন্তামূক্ত করুন এবং শরীরকে শিথিল
করে দিন। তাতে প্রথমে শরীরটাকে ভার মনে হবে। পরে শরীরের উপস্থিতিকে ভুলে যাবার
চেষ্টা করতে হবে। ফলে একসময় পুরো শরীরকে হাল্কা মনে হবে। মূলত এই
আসনটি সহজ।
কারণ এর দৈহিক ভঙ্গিমা অত্যন্ত সহজ। আবার এটি সবচেয়ে কঠিনও বটে। কারণ,
মনকে সংযত করে,
শরীরকে অগ্রাহ্য করে,
চিন্তাশূন্য অবস্থায়
অবস্থান করাটা অতটা সহজ ব্যাপার নয়।
মূলত এই আসনটি করা
হয়,
অন্য আসনের শেষে বিশ্রাম
করার জন্য। এক্ষেত্রে একটি আসন যতক্ষণ করবেন,
ঠিক ততক্ষণই শবাসন
থাকবেন। অন্য
আসন ছাড়াও শারীরীক ও মানসিক বিশ্রামের জন্য শুধু শবাসন করতে পারেন।
উপকারিতা
১. উচ্চ-রক্তচাপের
রোগীরা এই আসনটি থেকে বিশেষ উপকৃত হবেন।
২. দীর্ঘক্ষণ শারীরীক বা
মানসিক পরিশ্রমের পর শরীর অত্যন্ত ক্লান্ত হয়ে পড়লে,
এই আসন দ্বারা শারীরীক
ও মানসিক শক্তি পুনরুদ্ধার সম্ভব হয়।
৩. স্নায়বিক দুর্বলতা,
অনিদ্রা,
অবসাদ থেকে মুক্ত হওয়ার
জন্য এই আসন অত্যন্ত ফলপ্রসু ফলাফল প্রদান করে থাকে।
সূত্র :
যোগাসনে রোগ আরোগ্য। ডঃ রমেন মজুমদার
রোগারোগ্যে যোগব্যায়াম। কানাইলাল সাহা
যোগ সন্দর্শন। ডাঃ দিব্যসুন্দর দাস
যোগ ব্যায়াম। সবিতা মল্লিক