সমাধি
ইংরেজি :
Samadhi।
পতঞ্জলি কর্তৃক প্রণীত
যোগশাস্ত্রে বর্ণিত আটটি
অঙ্গের মধ্যে অষ্টম অঙ্গ।
অষ্টাঙ্গ যোগ সাধনার চূড়ান্ত দশা হলো সমাধি।
ধ্যানের দ্বারা যোগী তার অভীষ্ট স্তরে
পৌঁছে যায়। আর ধ্যানের পরম সুখাবস্থা ও অতীন্দ্রিয় উপলব্ধির মধ্যে বিলীন হয়ে
অবস্থান করা দশা হলো সমাধি। যোগশাস্ত্র মতে জীবাত্মার সাথে পরমাত্মার এক আনন্দময়
মিলনই সমাধি অবস্থা। এর লক্ষ্য হলো এই মহাবিশ্বপ্রকৃতির প্রতিটা অণুপরমাণুর চেতনাগত
অবস্থার সাথে জীবাত্মার নিজেকে আধ্যাত্মিক বিলীন করে দেয়া।
সূত্র :
যোগাসনে রোগ আরোগ্য। ডঃ রমেন মজুমদার
রোগারোগ্যে যোগব্যায়াম। কানাইলাল সাহা
যোগ সন্দর্শন। ডাঃ দিব্যসুন্দর দাস
যোগ ব্যায়াম। সবিতা মল্লিক