Kingdom: Animalia
Phylum: Chordata
Class: Reptilia
clade: Dinosauria
clade:
Theropoda
Family:
Tyrannosauridae
Subfamily: Albertosaurinae
Genus: Albertosaurus

এ্যালবের্টোসোরাস
ইংরেজি :
Albertosaurus
বৈজ্ঞানিক নাম
Albertosaurus sacrophagus

Albertosaurus গণের ডাইনোসর বিশেষ। এই নামের অর্থ হলো- এ্যালবের্টা-র টিকটিকি (Alberta Lizard) এই নামের Alberta গ্রহণ করা হয়েছে কানাডার Alberta প্রদেশের নামানুসারে আবার Alberra প্রদেশের নামকরণ করা হয়েছিল ইংল্যান্ডের রাণী ভিক্টোরিয়ার স্বামী Albert-এর নামানুসারে ১৯০৫ সালে এইচ এফ অসবর্ন (H. F. Osborn) এই ডাইনোসরের নামকরণ করেন

এরা ছিল মাংসাশী৭ কোটি ৬০ লক্ষ বৎসর থেকে ৭ কোটি ৪০ লক্ষ বৎসর পূর্বকালে (ক্রেটাসিয়াস অধিযুগ) এরা আদি উত্তর আমেরিকার উত্তরাংশে বসবাস করতো ১৮৮৪ খ্রিষ্টাব্দে কানাডা থেকে এর প্রথম জীবাশ্ম আবিষ্কার করেছিলেন জোসেফ বুর টিরেল (Joseph Burr Tyrrell) ক্রমাগত অনুসন্ধানের সূত্রে এর আরও জীবাশ্ম পাওয়া গেছে কানাডা ও মার্কিন যুক্তরাষ্টে্রর উত্তরাংশে

এদের দৈর্ঘ্য ছিল ২৮ ফুট (৮.৫ মিটার) নিতম্বের কাছে এর উচ্চতা ছিল ১০ ফুট (৩ মিটার) এবং ওজন ছিল ২.৫ টন। ধারণা করা হয় এরা ছিল টি. রেক্স (টিরানোসোরস রেক্স) নামক ডাইনোসরের নিকটতম প্রজাতি এরা আকারে টি. রেক্স-এর চেয়ে অনেক ছোট ছিল এরা দুই পায়ে ভর করে চলতো পিছনের পায়ে ছিল তিনটি আঙুল সামনের হাত দুটি ছিল ছোট এবং তাতে মাত্র দুটি আঙুল ছিল দীর্ঘ শক্তিশালী লেজ দ্বারা এরা শরীরের ভারসাম্য রক্ষা করতো এদের মাথা ছিল অপেক্ষাকৃত বড় এবং মুখবিবরে ছিল তীক্ষ্ম দাঁতের সারি এর নিচের সারিতে দাঁতের সংখ্যা ছিল ১৪-১৬টি এবং উপরের সারিতে ছিল ১৭-১৯টি দাঁত


সূত্র :
ডাইনোপেডিয়া
। কামরুল হায়দার। বলাকা বুকস ইন্টারন্যাশনাল। শ্রাবণ ১৪১২, জুলাই ২০০৫।
http://en.wikipedia.org/wiki/