অক্টোপাস

Kingdom (রাজ্য) : Animalia

Phylum (পর্ব) : Mollusca

Class (শ্রেণী) : Cephalopoda
Subclass
(উপ-শ্রেণী) : Coleoidea
Superorder ((উর্ধ্ব-বর্গ) : Octopodiformes
Order
(বর্গ) : Octopoda
Suborder
(উপবর্গ) : Incirrina, Cirrina
Family
(গোত্র) : Octopodidae

Genus (গণ) : Octopus

ঊর্ধ্বক্রমবাচকতা {| অক্টোপোড | সেফালোপোড | মোলাস্কা | অমেরুদণ্ডী প্রাণী | প্রাণী | জীবসত্তা | জীবন্তবস্তু | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা |}
ইংরেজি :
octopus, devilfish
বৈজ্ঞানিক নাম Enteroctopus dofleini
 

প্রাণিরাজ্যের অন্তর্গত মোলাস্কা পর্বের অক্টোপাস গণের প্রজাতিসমূহের সাধারণ নাম। এই গণের প্রজাতি সংখ্যা প্রায় ৩০০। এই প্রজাতিগুলির দেহের আয়তন ছোটো বলের আকার থেকে বৃহদাকার তরমুজের মতে হয়ে থাকে। দেহ থেকে আটটি সর্পিলাকার শুঁড় নির্গত হয়েছে। এগুলোর সাহায্যে অক্টোপাস চলাচল, খাদ্যগ্রহণ, আত্মরক্ষা প্রভৃতি করে থাকে। প্রজাতিভেদে শুঁড়গুলি দৈর্ঘ্যে তিন থেকে দশ হাত পর্যন্ত লম্বা হতে দেখা যায়। এগুলির নিচের দিকে দুই সারিতে অনেকগুলি গোলাকৃতির শোষক থাকে, শিকার ধরার প্রাথমিক পর্যায়ে শোষকগুলিকে শত্রুকে কাবু করার জন্য ব্যবহার করে। এরা মাংসাশী প্রাণী হলেও অত্যন্ত ভীতু প্রকৃতির।
 

এদের মস্তিষ্ক বেশ সুগঠিত। এদের কোন কোন প্রজাতি দ্রুত শরীরের রং পরিবর্তন করতে পারে। সমুদ্রের অগভীর জলে পাহাড়ের গায়ে বাস করে। মাছ, শামুক ও বিভিন্ন প্রকার ছোট সামুদ্রিক প্রাণীকে খাদ্য হিসাবে গ্রহণ করে। শত্রুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এরা এক ধরনে কালি নিক্ষেপ করে। প্রজাতিভেদে এদের চলাচলের প্রকৃতি ভিন্ন ভিন্ন রকমের দেখা যায়। তবে চলাচলের ক্ষেত্রে দুটো প্রধান বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। এই বৈশিষ্ট্য দুটো হলো, সমুদ্রতলে পায়ে হেঁটে চলন পদ্ধতি ও পানিতে মুক্তভাবে সাঁতার কেটে চলার পদ্ধতি।

স্ত্রী-অক্টোপাস, দুই সপ্তাহে প্রায় ১৫০,০০০টি স্বচ্ছ ডিম পাড়ে। এবং স্ত্রী-অক্টোপাস ৫০দিন পর্যন্ত ডিমগুলির পাহারা দেয় ও যত্ন নেয়। এরপর ডিম ফুটে তিন মিলিমিটার আকৃতির শিশু অক্টোপাস বেরিয়ে আসে। উল্লেখ্য পৃথিবীর কোন কোন অংশের মানুষের কাছে অক্টোপাশ একটি উপাদেয় খাদ্য।

 

সর্ববৃহৎ প্রজাতির অক্টোপাস
সর্ববৃহৎ অক্টোপাসের পরিচিত নাম হলো প্রশান্ত মহাসাগরীয় দৈত্যাকার অক্টোপাস। এর বৈজ্ঞানিক নাম
Enteroctopus dofleini।  এই অক্টোপাস সর্বোচ্চ ১০০ পাউন্ড (৪৫ কেজি) ওজনের বেশি দেখা যায় না। এই প্রজাতির স্ত্রী-অক্টোপাসের প্রতি বাহুতে প্রায় ২৮০টি চোষক থাকে। সব মিলিয়ে সকল বাহুতে প্রায় ২২৪০ টি চোষক দেখা যায়। তবে পুরুষ অক্টোপাসের বাহুতে ১০০টির বেশি চোষক দেখা যায় না। এই অক্টোপাসগুলো উত্তর প্রশান্ত মহাসাগরের তলদেশে পাওয়া যায়। অনেক ক্ষেত্রে উত্তর ক্যালিফোর্নিয়া, দক্ষিণ জাপানের উপকুল বরাবর প্রায় ৭৫০ মিটার নিচের সাগর তলে এদের দেখা যায়।

এদের জীবনকাল মোটামুটি ৩-৫ বৎ্সর। এদের স্ত্রী-অক্টোপাস একটি প্রজননকালে ২০,০০০ থেকে ১০০,০০০ ডিম পাড়ে। স্ত্রী-অক্টোপাসের ৫ থেকে ৭ মাসের অধিক সময় ধরে ডিমে তা দেওয়ার পর,  ডিম ফুটে শিশু অক্টোপাস বেরিয়ে আসে।  এই শিশু অক্টোপাসগুলো সাগরের উপরের প্লাঙ্কটনের ভিতরে ভেসে বেড়ায়।  তিমির প্লাঙ্কটন আহারের সময় বেশিরভাগ শিশু অক্টোপাস ধ্বংস হয়ে যায়। যেগুলি রক্ষা পায়, তারা ৪-১২ সপ্তাহ প্লাঙ্কটনের ভিতরে থাকার পর, ধীরে ধীরে সাগরতলে নেমে আসে। ১৯৬৭ সালে ব্রিটিশ কলাম্বিয়ার ভিক্টোরিয়ার কাছে ধৃত এই প্রজাতির অক্টোপাসের ওজন ছিল ১৫৬ পাউন্ড (৭০ কেজি), এর এক বাহু থেকে অন্য বাহুর দৈর্ঘ্য ছিল ৭.৫ মিটার। এছাড়া কিছু ব্যাক্তিগত রেকর্ড থেকে ৪০০ পাউন্ড (১৮২ কেজি) ওজনের অক্টোপাসের কথা জানা যায়।

তথ্য :
Dr. F.G. Hochberg, Santa Barbara Museum of Natural History
http://en.wikipedia.org/wiki/Octopus


অক্টোপোড

ঊর্ধ্বক্রমবাচকতা {| প্রাণিবর্গ | বর্গ | শ্রেণিবিন্যাসগত দল |  জীববিজ্ঞানভিত্তিক দল |  দল | বিমূর্তন | বিমূর্ত সত্ত | সত্তা |}

গ্রিক Octo (আট) অজ্ঞাতমূল pod>ইংরেজি poda = ইংরেজি Octopoda>বাংলা অক্টোপোডা।
সেফালোপোডা (Cephalopoda) শ্রেণীর অন্তর্গত একটি বর্গ । ১৮১৮ সালে লীচ (Leach) এর নামকরণ করেছিলেন। সাধারণত এই বর্গের অন্তর্গত Octopus গণের প্রাণীগুলো অক্টোপাস (Octopus) নামে পরিচিত। এই বর্গের অধীনে প্রায় ২০০ প্রজাতি পাওয়া যায়। এটি মোলাস্কা বা শামুক জাতীয় প্রাণী হলেও এদের দেহের বাইরে কোন শক্ত আবরণ নেই। এর শ্রেণী বিন্যাস হলো  

     Kingdom (রাজ্য): Animalia

         Phylum (পর্ব): Mollusca

            Class (শ্রেণী): Cephalopoda
               Subclass
(উপ-শ্রেণী): Coleoidea
                  Order
(বর্গ): Octopoda

এই বর্গের অন্তর্গত উপবর্গগুলি  হলো- সির্‌রিনা (Cirrina), ইনসির্‌রিনা (Incirrina)।