অত্রি
(নক্ষত্র)
ইংরেজি :
Megrez।
জ্যোতির্বিজ্ঞানের নাম: Delta
Ursae Majoris (Delta UMa, δ Ursae Majoris, δ UMa)
সপ্তর্ষিমণ্ডল (Ursa Major) নামক নক্ষত্রমণ্ডল-এর উজ্জ্বলতম নক্ষত্র। এই নক্ষত্রটি খালি চোখেই দেখা যায়। পাশ্চাত্য নামটি গ্রহণ করা হয়েছে আরবি المغرز al- আল্-মেঘিজ থেকে। এর অর্থ হলো 'ভল্লুকের লেজ'। ভারতীয় নামটি গৃহীত হয়েছ পৌরাণিক ঋষি অত্রি (পৌরাণিক, হিন্দু)-এর নামানুসারে।
বিষুবাংশ
(RA)
: ১২ ঘণ্টা ১৫ মিনিট ২৫.৫৬০৬৩ সেকেন্ড
বিষুবলম্ব (Dec)
: ৫৭ ডিগ্রি ০১ মিনিট ৫৭.৪১৫৬ সেকেন্ড।
এট A শ্রেণির প্রধান ধারার নক্ষত্র। পৃথিবী থেকে এর দূরত্ব ৫৮.৪ আলোকবর্ষ। ভর ১.৬৩ । অর্থাৎ এর ভর সূর্যের চেয়ে ৬৩% বেশি। এর ব্যাসার্ধ ১.৪ । উপরিতলের মাধ্যাকর্ষণ ৪.৪৯। তাপমাত্রা ৯.৪৮০ কেলভিন। এর আপাত উজ্জ্বল্য ৩.৩১২। সূর্যের চেয়ে এর ঔজ্জ্বল্য ১৪ গুণ। এর আবর্তন গতি ২৩৩ কিলোমিটার/সেকেন্ড।
সূত্র :
তারা পরিচিত। মোহাম্মদ আব্দুল
জব্বার। বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল এসোসিয়েশান। ফেব্রুয়ারি ১৯৯৪
http://en.wikipedia.org/wiki/Delta_Ursae_Majoris
contemporary Astronomy/ Jay M. Pasachoff।
2nd edition