অতিরিক্ত
শ্বসন অঙ্গ
ইংরেজি
Accessory respiratory organ
সাধারণভাবে মাছ ফুলকার সাহায্যে পানি থেকে
অক্সিজেন গ্রহণ
করে। কিন্তু কোনো কোনো মাছ ফুলকা ছাড়াও অন্য অঙ্গ দিয়ে সরাসরি বাতাস থেকে
অক্সিজেন গ্রহণ করে থাকে। যেমন
―
টাকি
মাছের ফ্যারেঞ্জিয়াল ডাইভারটিকুলা
(Pharyngeal diverticula),
শিং মাছের
বায়ু থলি (Tubular air sac),
মাগুর মাছের আরবোরিসেন্ট অঙ্গ (Arborescent
organ), কই মাছের ল্যাবিরিন্থিন অঙ্গ
(Labyrinthine organ) ইত্যাদি।
এই অঙ্গ যেহেতু বাতাস থেকে অক্সিজেন গ্রহণে সক্ষম, তাই একে বায়ুশ্বাসী অঙ্গও
(Air breathing organ)
বলা হয়। আর যেসব মাছে এই বায়ুশ্বাসী অঙ্গ বা অতিরিক্ত শ্বসন অঙ্গ আছে, তদেরকে বলা
হয় বায়ুশ্বাসী মাছ (Air breathing
fish) বলা হয়।