কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র
(মানবদেহ) Central Nervous System
মানবদেহের
স্নায়ুতন্ত্রের প্রধান দুটি অংশের একটি। স্নায়ুতন্ত্রের প্রায় ৯৯ ভাগ
স্নায়ুকোষ এই কেন্দ্রীয় অংশে রয়েছে। বাকি স্নায়ুকোষ পাওয়া যায়
প্রান্তীয়
স্নায়ুতন্ত্রে (Perpheral Nervous
System)।
প্রান্তীয়
স্নায়ুতন্ত্রের দ্বারা বাহিত তথ্যাদি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে উপস্থাপিত হয়।
কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র এ সকল তথ্যাদি গ্রহণ ও বিশ্লেষণ করে। তারপর করণীয়
নির্দেশাবলী দেহের বিভিন্ন অংশে প্রেরণ করে। এই জাতীয় কর্মাকাণ্ডের মাধ্যমে
কেন্দ্রীয় মস্তিষ্ক দেহের সকল অংশের নিয়ন্ত্রণ করে থাকে।
কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র এই জাতীয় যাবতীয় কাজ করে থাকে দুটি প্রধান অংশ দ্বারা। এই
অংশ দুটি হলো-