ওল্ডুভিয়ান সভ্যতা
Olduwan

এর প্রাচীন বানান ছিল Olduwan। নিম্নতর প্রস্তরযুগের সভ্যতার নাম। মূলত ওল্ডুভাই (Olduvai) হলো আফ্রিকার উত্তর তান্জানিয়ার সেরেঙ্গেটি সমভূমির (Serengeti Plains) একটি অংশ। এর দৈর্ঘ্য প্রায় ৩০ মাইল। এর সাথে মাসাই শব্দ জর্জ শব্দ যুক্ত করে বলা হয়- মূলত ওল্ডুভাই জর্জ (Olduvai Gorge) বা ওল্ডুপাই জর্জ (Oldupai Gorge)। উল্লেখ্য মাসাই জর্জ শব্দটি হলো সিসাল (sisal) নামক গাছের নাম। এই গাছের বৈজ্ঞানিক নাম Sansevieria  ehrenbergii। সাধারণভাবে এই স্থানকে বলা হয় ওল্ডুপাই।
 

ওল্ডুপাই জর্জকে সাধারণভাবে মানবসভ্যতার সুতিকাগার হিসাবে বিবেচনা করা হয়ে থাকে। উপরের চিত্রে যে ওল্ডুপাই জর্জকে দেখানো হয়েছে, সেখানে প্রস্তরযুগের মানুষ বসবাস করতো। বর্তমানে এটি একটি জনমানব শূন্য বন্ধুর এলাকা মাত্র। ধারণা করা হয় এই এলাকার মানুষ ২-২৪ লক্ষ বৎসর পূর্বে হোমো হ্যাবিলিস নামক প্রজাতি ই অঞ্চলে বসবাস শুরু করেছিল। এরা প্রথম প্রথম পাথর দিয়ে হস্ত-কুঠার নির্মাণ করেছিল। পরবর্তী ১০,০০,০০০ বৎসর পূর্বাব্দ পর্যন্ত এই ধারটি আফ্রিকার পূর্ব ও দক্ষিণাংশ, মধ্যপ্র্যাচ্য, পশ্চিম ইউরোপ পর্যন্ত বিস্তৃত ছিল।

আদি মানগোষ্ঠির
অস্ট্রালোপিথেকাস  থেকে আদ্য হোমো গণের প্রজাতিসমূহ এই ধারার সভ্যতার অংশ ছিল। এই সকল কারণে বর্তমানে ওল্ডোয়ান সংস্কৃতি বলতে ২ থেকে ১০ লক্ষ্য বৎসর পূর্বাব্দ পর্যন্ত নিম্নতর প্রস্তরযুগের সংস্কৃতি বা সভ্যতাকে বুঝানো হয়ে থাকে।