স্ট্রালোপিথেকাস
Australopithecus

ল্যাটিন
australis দক্ষিণা +গ্রিক πίθηκος  (pithekos) বনমানুষ>ইংরেজি Australopithecus >বাংলা অষ্ট্রালোপিথেকাস। এর সমার্থক বাংলা অর্থ হতে পারে 'দক্ষিণে বনমানুষ'।

জীবজগতের
প্রাইমেট বর্গের অন্তর্গত একটি অষ্ট্রেলোপিথেকিনা উপগোষ্ঠীর একটি গণ বিশেষ। লক্ষ খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে আফ্রিকাতে আবর্ভুত হয়েছিল অস্ট্রালোপিথেকাস গণের প্রাণিকুল।

প্রাইমেট বর্গের অন্তর্গত হোমিনিডি গোত্রের একটি গণ (Genus)। ১৯২৫ সালে এর নামকরণ করেছিলেন R.A. Dart

৬০ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দে হোমিনিনাই উপগোত্রটি দুটি গোষ্ঠীতে বিভাজিত হয়ে যায়। এই গোষ্ঠী দুটি হলো- গোরিল্লিনি হোমিনিনি এর ভিতরে গোরিল্লিনি গোষ্ঠী থেকে উদ্ভব হয়েছে গরিলা


হোমিনিনি গোষ্ঠী ৬০-২১ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে এই গোষ্ঠী ৭টি গণে বিভাজিত হয়ে যায়। ৪৫ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দের দিকে হোমিনিনি  গোষ্ঠী থেকে উদ্ভব হয়েছিল অস্ট্রেপিথেকিনা উপগোত্রের প্রজাতিসমূহ।

অষ্ট্রেলোপিথেকিনা উপগোষ্ঠী থেকে অর্ডিপিথেকাস গণ পৃথক হয়ে গিয়েছিল ৫৬-৪৪ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে। এই সময় বাস করতো ইথিওপিয়া এবং তৎসংলগ্ন অঞ্চলে বসবাস করতো। এই উপগোষ্ঠী থেকে লক্ষ খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে আফ্রিকাতে আবর্ভুত হয়েছিল অস্ট্রালোপিথেকাস গণের প্রাণিকুল।

ধারণা করা হয়- এই গণের উদ্ভব ঘটেছিল- আফ্রিকার দক্ষিণ, পূর্ব ও পূর্বাঞ্চলে। আফ্রিকা থেকে ইউরোপ ও এশিয়ার অস্ট্রালোপিথেকাস গণের প্রজাতিগুলো প্রায় ২০-১৮ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে বিলুপ্ত হয়ে যায়।

প্রায় ২০ লক্ষ খ্রিষ্ট-পূর্বাব্দের দিকে এই অস্ট্রালোপিথেকাস গণের কিছু প্রজাতি উত্তর আফ্রিকার মধ্য দিয়ে ইউরোপ  এবং এশিয়া মহাদেশে প্রবেশ করে। ইউরোপে আগত অস্ট্রালোপিথেকাসরা তুষারময় জঙ্গলে বসবাস শুরু করার করে। খাদ্যাভ্যাস এবং প্রাকৃতিক পরিবেশের কারণে এদের দৈহিক পরিবর্তন ঘটতে থাকে। একই ঘটনা ভিন্নভাবে ঘটেছিল ইন্দোনেশিয়া এবং তৎসংলগ্ন বনাঞ্চলের অস্ট্রালোপিথেকাসদের ক্ষেত্রেও।

এই গণের প্রজাতিরাই প্রথম দ্বিপদী প্রাণী হিসেবে আত্মপ্রকাশ করেছিল। উন্নত মস্তিষ্ক এবং হাতের গঠনগত পরিবর্তনের ফলে এর পাথর ‌এবং অন্যান্য কঠিন বস্তু দিয়ে অস্ত্র তৈরি করতে সক্ষম হয়েছিল।

৪৭ থেকে ২০ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে অষ্ট্রালোপিথেকাস গণ থেকে উদ্ভব হয়েছিল একাধিক প্রজাতি। এখন পর্যন্ত এই গণের ৭টি প্রজাতির সুনির্দিষ্ট প্রজাতি আবিষ্কার করা সম্ভব হয়েছে। প্রজাতিগুলোর হলো-