অস্ট্রেলোপিথেকাস গার্‌হি
Australopithecus garhi

অস্ট্রালোপিথেকাস গণের একটি প্রজাতি। প্রায় ৩০ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দের দিকে এই প্রজাতিগুলোর আবির্ভাব হয়েছিল। এবং ২৫ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দের দিকে এরা বিলুপ্ত হয়ে গিয়েছিল।

১৯৯০ খ্রিষ্টাব্দের দিকে, ইথিওপিয়ার কয়েকটি অঞ্চলে এর কিছু জীবাশ্ম পাওয়া যায়। তবে তখনও তা এই প্রজাতির জীবাশ্ম হিসাবে নির্দেশিত করা সম্ভব হয় নাই। ১৯৯৬ -১৯৯৭ খ্রিষ্টাব্দে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের একটি জরীপ দল, ইথিওপিয়ার আওয়াশ
(Awash) অঞ্চলের একটি প্রত্নতাত্ত্বিক গবেষণা চালায়। ১৯৯৬ সালের কাছাকাছি সময়ে টিম হোয়াইট, ইথিওপিয়ার (Tim White), বৌরি (Bouri) অঞ্চলের অফার (Afar) নামক গ্রামের কাছে প্রথম এর একটি জীবাশ্ম খুঁজে পান। এই জীবাশ্মটি ছিল একটি হাত ও পায়ের অংশ।

১৯৯৭ সালের ২০ এপ্রিল তারিখে
Yohannes Haile-Selassie -এর মাথার খুলির অংশ পাওয়া। এর নমুনা সংখ্যা BOU-VP-12/130 । মানুষের কাছাকাছি এই প্রজাতির বৈশিষ্ট্য লক্ষ্য করে বিজ্ঞানীরা অনেকটা বিস্মিত হয়েছিলেন। উল্লেখ্য, স্থানীয় garhi শব্দের অর্থ বিস্ময়কর। তাই এই প্রজাতির নামকরণ করা হয়েছিল garhi

১৯৯৯ খ্রিষ্টথাব্দের মধ্য আওয়াশের অঞ্চলের আফার মরুভূমি থেকে এই প্রজাতির আরও কিছু অস্থি আবিষ্কৃত হয়। এই অস্থিগুলোর বয়স ধরা হয়েছে প্রায় ২৫ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দ। এই প্রজাতির দাঁতগুলো অস্ট্রলোপিথেকাস আফারেনসিস-এর চেয়ে অনেক বড় ছিল। বিজ্ঞানীরা মনে করেন যে এই প্রজাতিটি অস্ট্রেলোপিথেকাস এবং হোমো গণের মধ্যবর্তী একটি যোগসূত্র মাত্র। এছাড়া অনেকে মনে করেন, এরা
robustus -এর পূর্বপুরুষ। এখন পর্যন্ত এর যে সকল নমুনা পাওয়া গেছে, তার কালানুক্রমিক তালিকা নিচে দেওয়া হলো।  

GAM-VP-1/1 : ১৯৯০ সালে চোয়ালের অংশবিশেষ পাওয়া গেছে প্রাপ্তিস্থান গেমেডেহ, ইথিওপিয়া, আফ্রিকা এর বয়স ধরা হয়েছে ২৫ লক্ষ বসর
GAM-VP-1/2  : ১৯৯০ সালে অংশবিশেষ পাওয়া গেছে প্রাপ্তিস্থান গেমেডেহ, ইথিওপিয়া, আফ্রিকা এর বয়স ধরা হয়েছে ২৫ লক্ষ বসর
MAT-VP-1/1 : ১৯৯০ সালে অংশবিশেষ পাওয়া গেছে প্রাপ্তিস্থান মাতাবাইয়েতু, ইথিওপিয়া, আফ্রিকা এর বয়স ধরা হয়েছে ২৫ লক্ষ বসর
BOU-VP-12/1A-G : ১৯৯৬ সালে পায়ের অংশবিশেষ পাওয়া গেছে প্রাপ্তিস্থান : বৌরি, ইথিওপিয়া, আফ্রিকা
BOU-VP-11/1 : ১৯৯৬-৯৮ সালে হাতের অংশবিশেষ পাওয়া গেছে প্রাপ্তিস্থান : বৌরি, ইথিওপিয়া, আফ্রিকা
BOU-VP-12/87 : ১৯৯৭ সালে এর জীবাশ্ম আবিষ্কার করেন Y. Haile-Selassie প্রাপ্তিস্থান বৌরি, ইথিওপিয়া, আফ্রিকা
BOU-VP-12/130 : ১৯৯৭ সালে এর করোটির অংশ বিশেষের জীবাশ্ম আবিষ্কার করেন Y. Haile-Selassie প্রাপ্তিস্থান : বৌরি, ইথিওপিয়া, আফ্রিকা এর আনুমানিক বয়স ২৫ লক্ষ বসর এই সময় এর নামকরণ করা হয় Australopithecus garhi
BOU-VP-17/1  : ১৯৯৭ সালে এর চোয়ালের অংশ বিশেষের জীবাশ্ম আবিষ্কার করেন A. Defleur প্রাপ্তিস্থান বৌরি, ইথিওপিয়া,  আফ্রিকা
BOU-VP-35/1  : ১৯৯৮ সালে এর জীবাশ্মটি আবিস্কৃত ি প্রাপ্তিস্থান বৌরি, ইথিওপিয়া, আফ্রিকা
BOU-VP-17/1 : ১৯৯৭ সালে এর চোয়ালের অংশ বিশেষের জীবাশ্ম আবিষ্কার করেন A. Defleur প্রাপ্তিস্থান বৌরি, ইথিওপিয়া, আফ্রিকা
BOU-VP-35/1 : ১৯৯৮ সালে এর জীবাশ্ম আবিষ্কার করেন D. DeGusta প্রাপ্তিস্থান বৌরি, ইথিওপিয়া, আফ্রিকা