অস্ট্রালোপিথেকাস ডেইরেমেডিয়া
Australopithecus deyiremeda

অস্ট্রলোপিথেকাস গণের একটি প্রজাতি। প্রায় ৩৫ খ্রিষ্টপূর্বাব্দে এই প্রজাতি ইথিওপিয়া অঞ্চলে বসবাস করতো। প্রায় ৩৩ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দের দিকে এরা বিলুপ্ত হয়ে গিয়েছিল।

এদের একটি ঊর্ধব চোয়াল এবং দুটি নিম্ন চোয়ালে আংশিক অস্থি পাওয়া গিয়েছিল ইথিওপিয়ার আফার অঞ্চলে। আফার ভাষায়
deyiremeda শব্দের অর্থ হলো- ঘনিষ্ট আত্মীয়। অস্ট্রালোপিথেকাস আফারেনসিস-এর সাথে এই প্রজাতির প্রচুর মিল থাকায় এদের এরূপ নামকরণ করা হয়েছিল।
 

সূত্র: