অস্ট্রেলোপিথেকাস এ্যানামেনসিস
Australopithecus anamensis

অস্ট্রালোপিথেকাস গণের একটি প্রজাতি। প্রায় ৪৭ খ্রিষ্টপূর্বাব্দে পূর্ব আফ্রিকার এই প্রজাতির আবির্ভাব ঘটেছিল। প্রায় ৩৮ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দের দিকে এই প্রজাতি বিলুপ্ত হয়ে গিয়েছিল।

১৯৩০ খ্রিষ্টপূর্বাব্দে হার্ভাড বিশ্ববিদ্যালয়ের প্রত্নতাত্ত্বিক গবেষক দল, কেনিয়ার তুর্কানা
(Turkana) অঞ্চলের কানাপোই (Kanapoi) অংশ খননকার্য চালানোর সময় প্রথম এর জীবাশ্ম আবিষ্কার করেন। প্রাথমিকভাবে এর উরুর অস্থির অংশবিশেষ পাওয়া গিয়েছিল। পরে এই প্রজাতির অন্যান্য অংশ আবিষ্কৃত হয়। আবিষ্কৃত এই জীবাশ্মগুলোর বয়স ধরা হয়েছে প্রায় ৪১ লক্ষ বৎসর।

এর জীবাশ্ম আবিস্কারে প্রায় ৩০ বৎসর পরও একে পৃথক প্রজাতি হিসাবে মর্যাদা দেওয়া হয় নাই। প্রাথমিকভাবে ১৯৯৪ খ্রিষ্টাব্দে
Craig Feibel, Meave Leakey এবং Alan Walke একে Australopithecus afarensis হিসাবে বিবেচনা করেছিলেন। কিন্তু পরে আরও বিস্তারিত গবেষণার সূত্রে এই প্রজাতির সাথে Australopithecus afarensis- এর সাথে এর পার্থক্য সুষ্পষ্টভাবে ধরা পরে। এই কারণে, পরে এর নামকরণ করা হয় Australopithecus anamensis । উল্লেখ্য স্থানীয় তুর্কানা ভাষায় anam শব্দের অর্থ হলো হ্রদ। এখন পর্যন্ত কেনিয়া এবং ইথিওপিয়ায় এর প্রায় শতাধিক জীবাশ্ম পাওয়া গেছে।

এদের করোটির পরিমাপ ছিল ৩৬৫-৩৭০ সিসি-এর ভিতরে। এরা দ্বিপদী ছিল। এদের উদ্ভিদ এবং মাংস উভয়ই আহার করতো। তবে বিজ্ঞানীরা মনে করেন যে, এদের খাদ্য তালিকা ছিল গরিলাদের অনুরূপ।

অন্যান্য অস্ট্রালোপিথেকাসদের মতই এরাও দলবদ্ধভাবে বাস করতো। ৪০ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দের দিকে কেনিয়ার এই অঞ্চল এবং ইথিওপিয়া ছিল ঘন অরণ্যে ঢাকা। তুরর্কানা হ্রদের চারপাশ ঘিরে ছিল এই বনভূমি। এই অঞ্চল থেকে, এদের কিছু কিছু দল এর নিকটবর্তী উচ্চভূমির দিকে চলে এসেছিল।

বিজ্ঞানীরা কেনিয়ার এই অঞ্চলের ভূত্বককে দুটি স্তরে ভাগ করেছেন। এর নিম্নস্তরটি জমা হয়েছিল বয়স ৪০,১৭,০০০ থেকে ৩০,৫০,০০০ খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে। এই স্তরেই অধিকাংশ
Australopithecus anamensis- এর নমুনা পাওয়া গেছে। নিচে এর উল্লেখযোগ্য জীবাশ্মের নমুনা পরিচিতি দেওয়া হলো।

KNM-KP 29281 এবং KNM-KP 29285   জীবাশ্ম নমুনা
১৯৯৪ খ্রিষ্টাব্দের ১০ই সেপ্টেম্বর কেনিয়ার কানাপোই
(Kanapoi) অঞ্চল থেকে একটি জীবাশ্ম আবিষ্কার করেছিলেন  P. Nzubey। এই জীবাশ্মের নামকরণ করা হয়েছে KNM-KP 29281। বিজ্ঞানীরা এই জীবাশ্মটির সময় নির্ধারণ করেছেন ৪১,৫০,০০০ খ্রিষ্টপূর্বাব্দ। একই বৎসরে এই প্রজাতির অপর একটি পায়ের জীবাশ্ম আবিষ্কৃত হয়। এর নমুনা নাম KNM-KP 29285 । বিজ্ঞানীরা এই জীবাশ্মটির সময় নির্ধারণ করেছেন ৪০,০০,০০০ খ্রিষ্টপূর্বাব্দ। নিচের চিত্রে উভয় নমুনাটির নিদর্শন দেখানো হলো।

নমুনা KNM-KP 29281

 নমুনা KNM-KP 29285