ব্ল্যাক আউট
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র্র রচিত রঙ্গ-নাট্য

১৯৪১ খ্রিষ্টাব্দের আগষ্ট (ভাদ্র ১৩৪৮) মিনার্ভা থিয়েটারে প্রথম নাটকটি মঞ্চস্থ হয়েছিল। পরে নাটিকটি কলকাতার স্ট্যান্ডার্ড বুক কোম্পানী থেকে নাটিকটি গ্রন্থকারে প্রকাশিত হয়েছিল। প্রকাশিত গ্রন্থে প্রকাশকালের উল্লেখ নেই। গ্রন্থটির মূল্য ছিল ১ টাকা। গ্রন্থটির উৎসর্গপত্রে উল্লেখ আছে- 'নট-ভাস্কর শ্রী অহীন্দ্র চৌধুরী শ্রকরমলেষু'।

এই নাটকের পাত্রপাত্রী, প্রথম রজনীর অভিনেতাবর্গের পরিচয় এই গ্রন্থ রয়েছে। তবে গ্রন্থাকার এই নাটকের  ভূমিকার নাম  দিয়েছন- ভীষণ ভূমিকা।' যেন রঙ্গব্যঙ্গ নাটকে জন্যই এরূপ নাম বেছে নিয়েছিলেন। এই গন্থ থেকে উল্লেখিত অংশটুকুর বৈদ্যুতিন নমুনা যুক্ত করা হলো। [নমুনা]

এই নাটকে কাজী নজরুল ইসলামের রচিত দুটি গান ব্যবহৃত হয়েছিল। এই প্রসঙ্গে নাট্যকার গ্রন্থের 'ভীষণ ভূমিকা'য় লিখেছিলেন-

'...আর একটি কথা সুহৃদ্বর কাজী নজরুল ইস্‌লাম ভূতেশ্বরের দু'খানি গান রচনা ক'রে দিয়ে এবং আময় তা প্রকাশের অনুমুতি দেয় বাধিত করেছেন।'

এই গান দুটি হলো-


সূত্র: