এ্যালডিহাইড
বানান বিশ্লেষণ :  এ্যা+ল্+অ+ড্+ই+হ্+আ+ই+ড্+অ।
উচ্চারণ: al.ɖi.
ɦa.iɖ  (এ্যাল্.ডি.হা.ইড্)।
শব্দ-উৎস : ইংরেজি
aldehyde>বাংলা এ্যালডিহাইড।
পদ :
বিশেষ্য

ঊর্ধ্বক্রমবাচকতা {| জৈব-যৌগ | রাসায়নিক যৌগ | বস্তু | দৈহিক সত্তা | সত্তা |}
ইংরেজি: aldehyde>বাংলা এ্যালডিহাইড

অর্থ: একপ্রকার
দ্বিযোজী কার্বনাইলমূলক (>C=O)। এ কার্বনাইলমূলক-এর একটি যোজনীতে হাইড্রোজেন পরমাণু এবং অপর যোজনীতে হাইড্রোজেন পরমাণু বা
অ্যালকাইল মূলক (CH3-) অথবা অ্যারাইল মূলক (C6H5-) অথবা যে কোনো হাইড্রোকার্বনের (কার্বন ও হাইড্রোজেনের যৌগ) একযোজী মূলক যুক্ত হয়ে যে সব যৌগ উৎপন্ন হয়, সেই সব যৌগ গুলোকে অ্যালডিহাইড বলে। যেমন-
            ফরম্যালডিহাইড
(H-CHO), ইথ্যানাল (CH3-CHO) ইত্যাদি।

এ্যালডিহাইড-এর কার্যকরীমূলক  হলে, এর কার্বানইলের একপ্রান্তে সর্বদাই হাইড্রোজেন থাকে। এর সাধারণ সংকেত R-CHO
 

যে কোনো এ্যালডিহাইডকে জারিত করলে যে, এ্যাসিড পাওয়া যায়, তার নামানুসারে এ্যালডিহাইডের নামকরণ করা হয়। নামকরণের ক্ষেত্র মূল উপাদানের সাথে এ্যালডিহাইড শব্দটি যুক্ত করে দেওয়া হয়। যেমন-ফরমালডিহাইড, এ্যাসিটালডিহাইড

রোমান হরফে এই এ্যাসিডগুলোর নাম লেখার সময়, জেনেভা প্রণালী অনুসরণ করা হয়। এই প্রণালী অনুসারে এ্যাসিটালডিহাইড যে এ্যালকেন থেকে উৎপন্ন হয়, তার নামের শেষের
e বর্ণটি বাদ দেওয়া হয় এবং Alkanal বসানো হয়। যেমন- Methane+Alkanal=Methanal

দীর্ঘ কার্বন-শিকলবিশিষ্ট যৌগকে মূল এ্যালাকানাল ধরে
-CHO হতে গণনা করে কার্বন শিকলের পার্শ্ব-শিকলের অবস্থান স্থির করা হয়। যেমন 2, 3 -ডাইমিথাইল বিউটানল। নিচের এর অবস্থান সংকেত দেখানো হলো।

2, 3 -ডাইমিথাইল বিউটানল


সূত্র :