ফরমালডিহাইড
বানান বিশ্লেষণ :  ফ্+র্+ম্+আ+ল্+অ+ড্+ই+হ্+আ+ই+ড্+অ।
উচ্চারণ: fɔr.mal.ɖi.
ɦa.iɖ  (ফর্.মাল্.ডি.হা.ইড্)।
শব্দ-উৎস : ইংরেজি
Formaldehyde>বাংলা ফরমালডিহাইড।
পদ :
বিশেষ্য

ঊর্ধ্বক্রমবাচকতা {| এ্যালডিহাইড | জৈব-যৌগ | রাসায়নিক যৌগ | বস্তু | দৈহিক সত্তা | সত্তা |}
ইংরেজি:
Formaldehyde
মনাম: মিথানাল।
পানি মিশ্রিত দশা: তরল দশার নাম: ফরমালিন
                           কঠিন অবস্থার পলিমার দশার নাম: প্যারাফরমালডিহাইড বা প্যারাফর্ম

এ্যালডিহাইড শ্রেণী জৈব-যৌগের প্রথম যৌগ হলো ফরমালডিহাইড। এর অপর নাম মিথানল। প্রকৃতিতে ফরমালডিহাইড নানারূপে পাওয়া যায়। উদ্ভিদের সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদকোষে প্রাথমিক পর্যায়ে ফরমালডিহাইড উৎপন্ন হয়। ১৮৫৯ খ্রিষ্টাব্দে রুশ রসায়নবিদ আলেকজান্দর বুতলারভ ফরমালিনের অস্তিত্ব সম্পর্কে প্রথম একটি প্রতিবেদন প্রকাশ করেন। পরবর্তীতে ১৮৬৯ খ্রিষ্টাব্দে অগাস্ট উইলহেম ভন হফমেন স্বার্থকভাবে চিহ্নিত করেন।

এর রাসায়নিক সংকেত
H-CHO
দ্বিযোজী কার্বনাইলমূলকে(>C=O)-এর উভয় যোজনীতে দুটি হাইড্রোজেন পরমাণু থাকে।

এটি একটি বর্ণহীন গ্যাস হিসেবে থাকে। এর গলনাঙ্ক -৯২ ডিগ্রি সেলসিয়াস এবং স্ফুটনাঙ্ক -১৯ ডিগ্রি সেলসিয়াস। আণবিক ভর ৩০.০৩ গ্রাম। ঘনত্ব ০.৮১৫৩ গ্রাম/ঘন সেন্টিমিটার। এটি দাহ্য পদার্থ। এতে তীব্র ঝাঁঝালো গন্ধ আছে।
 পরীক্ষাগারে সাধারণত ক্যালসিয়াম ফরমেটকে পাতন প্রক্রিয়ার মাধ্যমে তৈরি করা হয়।
           
(H-COO-)2Ca HO------H-CHO+ CaCO3

ফরমালডিহাইডের ব্যবহার:

ফরমালডিহাইড প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রচুর পরিমাণে শিল্পকলকারখানা এবং পচন-নিবারক দ্রব্য হিসেবে ব্যবহৃত হয়। সেই কারণে নানা দেশে বাণিজ্যিকভাবে ফরমালডিহাইড তৈরি করা হয়। ২০০৫ খ্রিষ্টাব্দে বিশ্বব্যাপী জরিপে দেখা গেছে, প্রায় ২৩ মিলিয়ন টন বা ৫০ বিলিয়ন পাউন্ড ফরমালিন প্রস্তুত করা হয়েছে। বিশ্বব্যাপী এই মোট উৎপাদিত ফরম্যালডিহাইড-এর প্রায় ৬০ শতাংশ ব্যবহৃত হয় কাঠের কারখানা এবং বিভিন্ন উপকরণ তৈরির কারখানায়। এসকল কারখানায় ফরমালডিহাইড ব্যবহৃত হয় ইউরোট্রোপিন, ব্ল্যাকলাইট প্লাস্টিক, মেলামাইন ইত্যাদি। প্রায় ৩০ শতাংশ ফরমালিন ব্যবহৃত হয় ফেন্টাইরাইথ্রিটল, হেক্রামিথাইল ইনটিট্রামাইন, বিউটানিডিয়ল ইত্যাদি তৈরিতে। ৭ শতাংশ ফরমালডিহাইড থার্মোপ্লাষ্টিক রেজিন উৎপাদনে ব্যবহৃত হয় এবং ২ শতাংশ পোশাক শিল্পে ব্যবহার করা হয়। পোশাক সাদা করা, শক্তকরা, চামড়ার ভাজ বা রেখা দূরকরা, এবং মচমচে ভাব আনা ইত্যাদির জন্য ব্যবহৃত হয়। আয়না প্রস্তুতিতে বিজারক হিসেবে, রঞ্জক দ্রব্যের শিল্পোৎপাদনে এর ব্যবহার রয়েছে। ১ শতাংশ ফরমালডিহাইড পচনরোধক হিসেবে বা সাবান, লোশন, শ্যাম্পু তৈরির সময় ব্যবহৃত হয়। বিশ্বব্যাপী মৃত দেহ সংরক্ষণের জন্য সবচেয়ে গ্রহণযোগ্য উপকরণ হচ্ছে ফরমালিন। ধারণা করা হয় যে, ফরমালিন ১৮৯৯ খ্রিষ্টাব্দ থেকে মৃত মানবদেহ সংরক্ষণের জন্য এই জৈবযৌগটি ব্যবহৃত হচ্ছে। এসবের ভিতরে ফরম্যালডিহাইড বেশি ব্যবহৃত হয়পার্টিক্যাল বোর্ড, প্লাইউড, ফাইবার বোর্ড, আঠা, কাগজের কোটিং, স্থায়ী প্রেস ফেব্রিক ইত্যাদি তৈরিতে। এটি বাণিজ্যিকভাবে ছত্রাকনাশক, জীবাণুনাশক হিসেবে ব্যবহৃত হয়। এই কারণে মাছের প্রোটোজোয়া এবং ছত্রাকজনিত রোগের চিকিৎসায়ও ফরমালিন ব্যবহৃত হয়। চিংড়ি ও কার্প হ্যাচারীতে জীবানুনাশক হিসেবে ফরমালিন নির্ধারিত মাত্রায় ব্যবহার হয়।

ফরমালিন:
সাধারণ জীবনযাত্রায় ফরমালডিহাইড ব্যবহৃত হয়, পানি মিশ্রিত তরল দশায়। এর নাম ফরমালিন। পানির সাথে ৪০% ফরমালডিহাইড মিশ্রিত করে যে দ্রবণ তৈরি করা হয়, তার বাণিজ্যক নাম ফরমালিন। ফরমালিন মূলত ব্যবহার করা হয়, পচনরোধক দ্রবণ হিসেবে পরীক্ষাগারে বিভিন্ন প্রাণীর মৃতদেহ সংরক্ষণে। ফরমালিনের এই গুণকে অব্যবহার করে অনেক সময় মাছ বা অন্যান্য পচনশীল খাদ্যদ্রব্য সংরক্ষণ করা হয়। এর দ্বারা খাদ্যে ফরমালিন-ব্যবহারকারী এবং ফরমালিন-যুক্ত খাবার গ্রহণকারী- উভয়েরই স্বাস্থ্যহানি হয়ে থাকে।

ানবদেহে ক্ষতিকারক প্রভাব:


সূত্র :
বাংলা একাডেমী বিজ্ঞান বিশ্বকোষ। দ্বিতীয় খণ্ড, বাংলা একাডেমী। নভেম্বর ১৯৯৯ খ্রিষ্টাব্দ।
বাংলাদেশে প্রচলিত বিভিন্ন এইচএসসি পাঠ্যপুস্তকসমূহ।