বেসিক
BASIC

ঊর্ধ্বক্রমবাচকতা {প্রোগ্রামিং ভাষা| কৃত্রিম >ভাষা ভাষা | যোগাযোগ | বিমূর্তন | বিমূর্ত সত্তা | সত্তা | }

এটি একটি উচ্চতর কম্পিউটার ভাষা। ডটমাউথ্ বিশ্ববিদ্যালয়ের (
Dartmouth University) জন কেমেনি ( John Kemeny) এবং থমাস (Thomas Kurtz) নামক দুজন মার্কিন কম্পিউটার প্রোগ্রামার এই ভাষাটির উদ্ভাবন করেন। ১৯৬৪ খ্রিষ্টাব্দের ১ মে তারিখে এই ভাষাটি প্রথম প্রকাশ করা হয়। 

BASIC শব্দটি এসেছে- Beginner's All-purpose Symbolic Instruction Code -এর সংক্ষপ্ত রূপে। এই ভাষার সহজবোধ্যতার কারণে ১৯৭০-৮০ খ্রিষ্টাব্দ পর্যন্ত অত্যন্ত জনপ্রিয় হয়ে ছিল। বর্তমানে এই ভাষাটি সফ্‌ট্‌অয়্যার উন্নয়নে ব্যবহার করা হয় না। তবে কম্পিউটার প্রোগ্রামের প্রাথমিক পাঠ দেওয়ার জন্য এই ভাষা শেখানো হয়ে থাকে।

এই ভাষার বেশকিছু প্রকরণ রয়েছে। এর ভিতরে সবচেয়ে ব্যবহার করা হয় ভিজুয়াল বেসিক (
Visual Basic) । এ ছাড়াও এর আরও কিছু প্রকরণ রয়েছে।

বেসিক-এর প্রকরণসমূহ :
Altair BASIC, DarkBASIC,  ROM BASIC, Visual Basic, Visual Basic