এডুইন পাওয়েল হাবল
ইংরেজি : Edwin Powell Hubble

মার্কিন যুক্তরাষ্ট্রের জ্যোতির্বিজ্ঞানী।

১৮৮৯ খ্রিষ্টাব্দের ২০ নভেম্বর তারিখে এডুইন পাওয়েল হাবল, মিসৌরি অঙ্গরাজ্যের অন্তর্গত মার্শফিল্ডে জন্মগ্রহণ করেন। এঁর পিতা জন পাওয়েল হাবল ছিলেন একটি ইন্সুরেন্স কোম্পানির এক্সিকিউটিভ। ১৯০০ খ্রিষ্টাব্দে জন পাওয়েল হাবল পরিবার পরিজন নিয়ে ইলিয়ন রাজ্যের হুইটোনে চলে আসেন। এই কারণে হাবলের শৈশব কেটেছে হুইটোনে।

শৈশব তিনি লেখাপড়ার চেয়ে খেলাধুলাতে বেশি আসক্ত ছিলেন এবং খেলাধুলাতে তাঁর কৃতিত্ব ছিল বেশি। ১৯০৬ খ্রিষ্টাব্দে উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতায় সাতটি প্রথম পুরস্কার লাভ করেন। ট্র্যাক এন্ড ফিল্ডে তিনি তৃতীয় পুরস্কার লাভ করেন। সে সময়ে উচ্চ লম্ফে ইলিয়ন রাজ্যে উচ্চ বিদ্যালয় স্তরে তিনি রেকর্ড স্থাপন করেছিলেন। মাঠের খেলার পাশাপাশি তিনি মুষ্টিযুদ্ধ অনুশীলন করতেন।

তিনি শিকাগো এবং ইলিয়নিসে উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষা সমাপ্ত করার পর শিকাগো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। তাঁর পঠিত বিষয় ছিল গণিত, জ্যোতির্বিজ্ঞান এবং দর্শন। ১৯১০ খ্রিষ্টাব্দে এই বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রী অর্জন করেন। স্নাতকোত্তর পর্যায়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার জন্য তিনি রোড্‌স বৃত্তি পান। এই সময় তিনি কাপ্পা সিগমা (আন্ডার গ্র্যাজুয়েট ভ্রাতৃ সংঘ) সদস্য হন। বিশ্ববিদ্যালয়ের রোডস স্কলার হিসাবে তিনি তিন বৎসর অক্সফোর্ডের কুইন কলেজে লেখাপড়া করেন। এখানে তিনি তাঁর পিতার আগ্রহের কারণে আইন নিয়ে পড়েন। এর সাথে তিনি পড়েন সাহিত্য এবং স্প্যানিশ ভাষা। ‌১৯১৩ খ্রিষ্টাব্দে তিনি মাস্টার ডিগ্রি লাভ করেন। এই বৎসরেই তাঁর পিতার মৃত্যু হয়।

এর আগে হাবলের পিতা, ১৯০৯ খ্রিষ্টাব্দে শিকাগো থেকে কেন্টাকি'র শ্যালবিভিলে-তে সপরিবারে চলে এসেছিলেন। ফলে হাবল তাঁর পরিবারের দেখভালের জন্য ১৯১৩ খ্রিষ্টাব্দে যুক্তরাষ্ট্রে ফিরে আসেন এবং সপরিবারে কেন্টাকিতে বসবাস শুরু করেন। এই সময় তিনি তাঁর মা, দুই বোন এবং ছোট একটি ভাই-এর দায়িত্ব নেন। তাঁর প্রবল আগ্রহ ছিল জ্যোতির্বিজ্ঞানে। তাই তিনি আইন ব্যবসায় অনুশীলনে বোধ করেন নি। কিন্তু জীবিকার তাগিদে তিনি ইন্ডিয়ানা রাজ্যের নিউ এ্যালবেনি উচ্চ বিদ্যালয়ের স্প্যানিশ ভাষা, পদার্থবিজ্ঞান এবং আইনের শিক্ষক হিসাবে যোগদান করেন। এখানে তিনি বাস্কেটবলের প্রশিক্ষকের কাজও করেছেন। ১৯১৪ খ্রিষ্টাব্দে শিক্ষকতা ত্যাগ করে, তিনি তাঁর প্রাক্তন শিক্ষকের সহায়তায় ইয়ার্কস মানমন্দিরে একটি গবেষণার সুযোগ লাভ করেন। এখান থেকে তিনি ১৯১৭ খ্রিষ্টাব্দে শিকাগো বিশ্ববিদ্যালয় থেকে জ্যোতির্বিজ্ঞানের উপর পিএইচডি ডিগ্রী অর্জন করেন। তাঁর গবেষণার বিষয় ছিল নিষ্প্রভ নীহারিকা

এরপর মার্কিন জ্যোতির্বিজ্ঞানী জর্জ ইল্লেরি হ্যালে (
George Ellery Hale)  তাকে ক্যালিফোর্নিয়ার মাউন্ট উইলসন মানমন্দিরে কাজ করার জন্য নিমন্ত্রণ জানান। কিন্তু এই সময় প্রথম বিশ্বযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি যুক্ত হলে, তিনি সেনাবাহিনীতে স্বেচ্ছাসেবক হিসাবে যোগদান করেন। সেনাবাহিনীর সাথে তিনি ফ্রান্সে আসেন। ১৯১৯ খ্রিষ্টাব্দ পর্যন্ত তিনি জার্মানিতে থাকেন। এই সময় সেনাবাহিনীতে বিশেষ কৃতিত্বের জন্য তিনি দ্রুত মেজর পদে উন্নীত হন।

১৯১৯ খ্রিষ্টাব্দে যুদ্ধ থেকে ফিরে এসে, জর্জ ইল্লেরি হ্যালের আহ্বানে সাড়া দিয়ে ক্যালিফোর্নিয়ার মাউন্ট উইলসন মানমন্দিরে যোগদান করেন। এই মানমন্দিরে একটি ১০০-ইঞ্চি (২.৫-মিটার) হুকার দূরবীক্ষণ যন্ত্র ছিল। উল্লেখ্য ১৯৪৮ খ্রিষ্টাব্দ পর্যন্ত এটিই ছিল পৃথিবীর বৃহত্তম দূরবীক্ষণ যন্ত্রটি। কর্মজীবনের বাকি সময়টা তিনি এই মানমন্দিরে কাজ করেই কাটান।

১৯২৩ খ্রিষ্টাব্দে তিনি এ্যান্ড্রোমিডা নীহারিকা এবং ত্রিকোণমণ্ডলের ভিতরে বিষম তারা আবিষ্কার করেন। ১৯২৪ খ্রিষ্টাব্দে এ্যান্ড্রোমিডা নীহারিকার ভিতরে তিনি ১২টি বিষম তারা আবিষ্কার করেন। তিনি বলেন এ্যান্ড্রোমিডা নীহারিকা পৃথিবীর ছায়াপথের বাইরে এবং পৃথিবী থেকে অনেক দূরে অবস্থিত। তাঁর এই সকল আবিষ্কার প্রথম প্রকাশিত হয় নিউইয়র্ক টাইমস পত্রিকার ২৩ নভেম্বর সংখ্যায়। অবশ্য সে সময় অনেক জ্যোতির্বিজ্ঞানী তাঁর মতামতের সাথে একমত হতে পারেন নি।

তার প্রস্তাবিত এই তত্ত্বটি দ্বীপ মহাবিশ্ব তত্ত্ব (Island Universe Theory) নামে পরিচিতি লাভ করে। এই ছায়াপথগুলো নিয়ে তার গবেষণা অব্যাহত থাকে। ১৯২৫ খ্রিষ্টাব্দে তিনি গঠনের বিচারে ছায়াপথগুলোকে নিয়মিত এবং অনিয়মিত নামে দুইটি শ্রেণিতে বিভক্ত করেন।

১৯২৭ খ্রিষ্টাব্দে
জর্জ লেমিটর তাঁর বিগব্যাং সূত্রে মহাবিশ্বের সম্প্রসারণের কথা বলেছিলেন ১৯২৯ খ্রিষ্টাব্দে হাবল ছায়াপথসমূহের দূরত্বের সাথে এদের পশ্চাদপসরণের বেগের তুলনা করে, লেমিটরের সে ধারণাকে প্রতিষ্ঠিত করেন।

দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় অবস্থিত মাউন্ট পালোমার মানমন্দিরের জন্য ২০০-ইঞ্চি (৫০৮-সে.মি.) দূরবীক্ষণযন্ত্রের (হেল দূরবীণ) নির্মাণকাজে তিনি প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন। ১৯৪৮ খ্রিষ্টাব্দে এর নির্মাণকাজ শেষ হয়। উল্লেখ্য, এই সময় থেকে শুরু করে ১৯৯০ খ্রিষ্টাব্দ পর্যন্ত এটি ছিল পৃথিবীর সর্ববৃহৎ দূরবীন। হাবলই প্রথম জ্যোতির্বিজ্ঞানী, যিনি প্রথম এই টেলিস্কোপটি আবিস্কার করেন।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের (১৯৩৯ - ১৯৪৫) কারণে তার গবেষণা কর্ম কিছুটা বাধাগ্রস্ত হয়। এই মহাযুদ্ধের সময় তিনি যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিভাগের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বিশেষজ্ঞ হিসেবে কাজ করেন। এখানে তিনি Legion of Merit পুরস্কার পান।

প্রথম জীবনে তিনি অত্যন্ত নিষ্ঠাবান খ্রিষ্টান ছিলেন। পরে তিনি অজ্ঞেয়বাদীতে পরিণত হন। ১৯৪৯ খ্রিষ্টাব্দের জুলাই মাসে তিনি কোলোরাডো-তে ছুটি কাটানোর সময় হৃদরোগে আক্রান্ত হন। এই সময় চিকিৎসকের পরামর্শে তাঁর খাদ্যাভ্যাস এবং কর্মকাণ্ডের সময় পরিবর্তন করতে হয়। এই সময় তিনি তাঁর স্ত্রী'র (গ্রেস হাবল) নিবিড় তত্ত্বাধানে কাটান। ১৯৫৩ খ্রিষ্টাব্দে সেরেব্রাল থ্রোম্বোসিসে আক্রান্ত হন। ২৮ সেপ্টেম্বরে তিনি এই রোগে ক্যালিফোর্নিয়ার সান মারিনোতে মৃত্যুবরণ করেন।


সূত্র :
http://en.wikipedia.org/wiki/Edwin_Hubble