এ-ইমদুগুদ
প্রাচীন মেসোপটেমিয়ার দক্ষিণাঞ্চলের প্রাচীন উর নগরীর প্রথম রাজবংশের প্রথম রাজা।

আনুমানিক খ্রিষ্টপূর্ব ২৬০০ অব্দের দিকে, তিনি ক্ষুদ্র পরিসরে উর নগররাষ্ট্রের শাসন করেছেন। প্রাচীন মেসোপটেমিয়ার ইতিহাসে এ-ইমদুগুদ সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায় না। উরের রাজকীয় সমাধিক্ষেত্রে একটি খোদাই করা সিলমোহর থেকে এই রাজার নাম জানা যায়।

দূর অতীতে এই সমাধিক্ষেত্র লুণ্ঠিত হলেও দুটি সিলমোহর এখানে পাওয়া গিয়েছিল। এর একটিতে ছিল একজন নগ্ন বীরের সাথে সিংহের যুদ্ধ, অন্যটিতে ছিল একটি ভোজদৃশ্যের চিত্র। তাঁর মৃত্যুর পর এই রাজবংশের দ্বিতীয় রাজা হয়েছলেন
উর-পবিলসাগ

এ-ইমদুগুদ-এর কবর [সমাধি
PG 1236] থেকে পাওয়া সামগ্রী
 

ভোজদৃশ্যের চিত্র [সমাধি PG 1236]

 এ-ইমদুগুদ-এর নামাঙ্কিত সিলমোহরে নাম
[সমাধি
PG 1236]

সোনার পাতে আঁকা চিত্র[সমাধি PG 1236]

সোনা এবং ল্যাপিস-লাজুলি রত্নের অলঙ্কার। [সমাধি PG 1236]

রাজদণ্ড [সমাধি PG 1236]