প্রাচীন
মেসোপটেমিয়ার দক্ষিণাঞ্চলের
প্রাচীন প্রাচীন উর
নগরীর-এর প্রথম রাজবংশের দ্বিতীয় রাজা।
উর -এর
প্রথম রাজা
এ-ইমদেগুদ-এর পর তিনি
ক্ষমতায় অধিষ্ঠিত হন। ধারণা করা হয়, তিনি প্রথম রাজা
এ-ইমদেগুদ-এর
পুত্র ছিলেন।
আনুমানিক খ্রিষ্টপূর্ব ২৬০০ অব্দের দিকে, তিনি ক্ষুদ্র পরিসরে
উর
নগররাষ্ট্রের শাসন করেছেন। প্রাচীন মেসোপটেমিয়ার ইতিহাসে উর-পবিলসাগ সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায় না।
তাঁর নামাটি পাওয়া গেছে একটি শিলালিপিতে। এই শিলালিপির শিরোনাম ছিল- উর-পাবিলসাগ, উরের রাজা।
দূর অতীতে উরের এই সমাধিক্ষেত্র লুণ্ঠিত হলেও যা অবশিষ্ট ছিল, তার ভিতরে পাওয়া গেছে উর-পবিলসাগের
চিত্র।
ধারণা করা হয়,
উর-পবিলসাগ খ্রিষ্টপূর্ব ২৫৫০ অব্দের দিকে মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুর পর তাঁর
পুত্র
মেসকলমদুগ রাজত্ব লাভ করেন।
এ-ইমদুগুদ-এর কবর [সমাধি
PG 779] থেকে পাওয়া সামগ্রী
উল্লেখযোগ্য একটি ফাঁপা কাঠের বাক্স পাওয়া গিয়েছিল। ১৯২৭-২৮ খ্রিষ্টাব্দে স্যার লিওনার্ড উললির খননের
সময় এই বাক্সটি
এ-ইমদুগুদ-এর কবর [সমাধি
PG 779] থেকে উদ্ধার করা
হয়েছিল। এর কিছু অংশ খননের সময় বিনষ্ট হয়েছিল। পরে তা মেরামত করা হয়েছে।
বর্তমানে এখন ব্রিটিশ মিউজিয়ামের সংগ্রহে রয়েছে।
ধারণা করা হয়, এই বাক্সটি তৈরি জরা হয়েছিল ২৬০০ খ্রিষ্টপূর্বাব্দে।
এর আয়তন ২১.৫৯ সেন্টিমিটার ৮.৫০ ইঞ্চি চওড়া, ৪৯.৫৩ সেন্টিমিটার (১৯.৫০ ইঞ্চি) লম্বা।
এর নিচের অংশটি অপেক্ষাকৃত চওড়া বেশি। ফলে বাক্সটি অনেকটা ত্রিকোণাকারের মমতো দেখায়।
বাক্সের গায়ে রয়েছে চুনাপাথর এবং ল্যাপিস লাজুলি রত্নের মোজাইক করা চিত্রকর্ম।
উপরের চিত্র-সারি বিষয় যুদ্ধ, মধ্যম ও নীচের সারি দুটির বিষয় 'যুদ্ধ ও শান্তি'।