উরের রাজকীয় সমাধিক্ষেত্রে পাওয়া শিলালিপিসহ মেসকলমদুগের সিল |
মারির ল্যাপিস লাজুলি পুঁতি, মেসকালামদুগের ছেলে মেসানেপাদার শিলালিপি সহ। দামেস্কের জাতীয় জাদুঘর , সিরিয়া |
এছাড়া পাওয়া গেছে আধুনিক সিরিয়ার একটি প্রাচীন সেমিটিক শহর-রাষ্ট্র মারির রাজকীয় পুঁতির শিলালিপিতে এবং একটি ল্যাপিস-লাজুলি পুঁতি উপরে। এই পুঁতিতে লেখা আছে-
"দেবতা লুগালকালামের কাছে ("ভূমির প্রভু", দাগান বা এনলিল দ্বারা চিহ্নিত ), মেসানেপাদা , উরের রাজা , মেসকালামদুগের পুত্র, কিশের রাজা , এই পুঁতিটি পবিত্র করেছেন"
উর থেকে প্রায় ৭০০ কিলোমিটার দূরে মারিতে এই পূঁতি কিভাবে এসেছিল তা জানা যায়
না। সম্ভত এই সময়ে উর ও মারির ভিতরে বাণিজ্যিক বা সৌহার্দের সম্পর্ক ছিল।
তাঁর মৃত্যুর পর তাঁর
পুত্র আকলামদুগ রাজত্ব লাভ করেন।
উরের রাজকীয় কবরস্থানে মেসকলমদুগ-এর কবর [সমাধি PG 755] থেকে পাওয়া গেছে- সোনার ছোরা, সোমার বাটি, ফুলদানি, শিরোস্ত্রাণ, স্বর্ণ দণ্ডের উপর উপবিষ্ট সোনার বানর, তামার পাত্র ইত্যাদি।
একটি সোনার ছোরা এবং একটি সোনার ধাতুপট্টাবৃত হাতল সহ একটি ছোরা |
মেসকলামডুগের কবর থেকে অ্যালাবাস্টার ফুলদানি এবং হেলমেট। |
সোনার বাটি, তার নামের উল্লম্ব শিলালিপি সহ |
সোনার বাটি |
মেসকালামদুগের সোনার বানর |
তামার পাত্র |