প্রাচীন
মেসোপটেমিয়ার দক্ষিণাঞ্চলের
প্রাচীন উর
নগরীর-এর একজন সম্মানিতা নারী। তাঁর প্রকৃত পরিচয় নিয়ে বিতর্ক আছে। অনেকে মনে করেন
তিনি ছিলেন
মেসকলমদুগ
(খ্রিষ্টপূর্ব ২৫৫০-?)-র দ্বিতীয় রানি। এই সময়ের ভাষায় তাঁকে নিন শিরোনামে
অভিহত করা হয়েছে। উল্লেখ্য সুইমেরীয় ভাষায় নিন শব্দের অর্থ রানি বা পুরোহিত হতে পারে।
পুয়াবি সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায় না। স্যার চার্লস লিওনার্ড উললির খনন
কাজের সময়- আবিষ্কৃত রাজকীয় কবরস্থানে তাঁর কবরে [সমাধি
PG 800] পাওয়া গেছে- তাঁর
পরিচয়। এছাড়া তার জবর থেকে পাওয়া গেছে- যুবক পরিচারক, সোনার হেডড্রেস এবং সোনার গয়না, সোনার থালাবাসন, ল্যাপিস লাজুলি
খচিত অলঙ্কার ইত্যাদি। পুয়াবির কবরে, আরও তিনজন মহিলার দেহাবশেষ পাওয়া গেছে।
কবরের উপরে পাওয়া গর্তটিতে ছিল ২১ জন পরিচারক, একটি দাড়িওয়ালা ষাঁড়ের মাথাযুক্ত বীণা, একটি রথ এবং ব্যক্তিগত সাজসজ্জার জিনিসপত্র।