আহমেদ শাহ বাহাদুর
(১৭২৫-১৭৭৫ খ্রিষ্টাব্দ)
মোগল সাম্রাজ্যের ত্রয়োদশ সম্রাট। পুরো নাম- আবু নাসির মুজাহিদ উদ্দিন মুহাম্মদ আহমেদ শাহ বাহাদুর।
১৭২৫ খ্রিষ্টাব্দের ২৩
ডিসেম্বর জন্মগ্রহণ করেন।
তাঁর পিতার নাম
মুহাম্মদ শাহ ।
মায়ের নাম কুদশিরা বেগম। ১৭৪৮ খ্রিষ্টাব্দের ১৬ এপ্রিল
মুহাম্মদ শাহ মৃত্যুবরণ করেন এবং উত্তরাধিকার সূত্রে
সাম্রাজ্যের ১৩তম সম্রাট হিসেবে সিংহাসন লাভ করেন। তিনি তাঁর
সেনাবাহিনীকে মোটামুটি শক্তিশালী অবস্থানে রাখতে সক্ষম হয়েছিলেন।
১৭৪৮ খ্রিষ্টাব্দে আফগান সম্রাট আবদালী ভারত আক্রমণ করেন। মানপুরের যুদ্ধে আবদালী
পরাজিত হয়ে, স্বদেশে ফিরে যান।
১৭৫০ খ্রিষ্টাব্দে আবদালী পুনরায় ভারত আক্রমণ করেন এবং সিন্ধু নদীর পশ্চিমাঞ্চল দখল
করতে সক্ষম হন।
১৩৫২ খ্রিষ্টাব্দে আবদালী তৃতীয়বার ভারত আক্রমণ করেন। এই যুদ্ধে তিনি লাহোরের
মোগল শাসনকর্তা মাল্লু পরাজিত হন। পরে তিনি আত্মসমর্পণ করলে এই যুদ্ধের অবসান হয়।
এই সন্ধির ফলে আবদালী সরহিন্দ পর্যন্ত সমগ্র অঞ্চলের অধিকার লাভ করেন।
১৭৫৪ খ্রিষ্টাব্দের ২ জুন, আহমদ শাহ সিংহাসন ত্যাগ করেন এবং সিংহাসন লাভ করেন অষ্টম
মোগল সম্রাট
জাহানদার শাহের
পুত্র
আলমগীর দ্বিতীয়। আহমদ শাহের এক মাত্র পুত্রের নাম পাওয়া যায়। এঁর নাম ছিল
বিদর রক্ত। ১৭৭৫ খ্রিষ্টাব্দের ১লা জানুয়ারি মৃত্যুবরণ করেন।
সূত্র: