আলমগীর দ্বিতীয় সূত্র:
(১৬৯৯-১৭৫৯ খ্রিষ্টাব্দ)
মোগল সাম্রাজ্যের চতুর্দশ সম্রাট। পুরো নাম- আজিজ-উদ-দীন আলমগীর দ্বিতীয়।
১৬৯৯ খ্রিষ্টাব্দের ৬ জুন জন্মগ্রহণ করেন।
অষ্টম মোগল সম্রাট
জাহানদার শাহের
পুত্র দ্বিতীয় আলমগীর। মায়ের নাম মুয়াজ্জামাবাদি মহল।
১৭৫৪ খ্রিষ্টাব্দের ২ জুন,
আহমদ শাহ সিংহাসন ত্যাগ
করেন। এরপর দ্বিতীয় আলমগীর সিংহাসন লাভ করেন। তাঁর পূর্ববর্তী সম্রাট
আহমদ শাহের
সময় আফগান সেনাপতি আবদালী তিনবার ভারত আক্রমণ শুরু
করেছিল। আলমগীরের আমলে এই আক্রমণ অব্যাহত ছিল। ১৭৫৬-৫৭ খ্রিষ্টাব্দে আবদালী চতুর্থ
বার আক্রমণ করেন। এই আক্রমণে মোগল সেনাপতি ওয়াজির 'ইমদা-উল-মূলক' বিনাযুদ্ধে
আত্মসমর্পণ করেন। এর জন্য আলমগীর পাঞ্জাব, কাশ্মীর ও সিন্ধুদেশ হাতে সমর্পণ করতে
বাধ্য হন। আবদালী মথুরা ও বৃন্দাবন লুণ্ঠন করে আফগানিস্তানে চলে যান এবং তাঁর পুত্র
তৈমুরেকে পাঞ্জাবের শাসনকর্তা করে যান। তৈমুরের কুশাসনের ফলে পাঞ্জাবে বিদ্রোহ দেখা
দিলে, জলন্ধরের মোগল শাসনকর্তা মারাঠা নেতা রঘুনাথ রাও পাঞ্জাব থেকে আফগানদের
বিতারিত করেন। এই সংবাদ পাওয়ার পরে ১৭৫৯ খ্রিষ্টাব্দে আবদাল আলী ভারত আক্রমণ করেন।
এই বছরের ২৯ নভেম্বর দ্বিতীয় আলমগীর মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুর পর সিংহাসন লাভ
করেন
শাহজাহান তৃতীয়।
তাঁর স্ত্রী ছিলেন জিনাত মহল। অন্যান্য সঙ্গিনী ছিলেন- ফাইজ বখত বেগম
আজিজাবাদি মাহল
লতিফা বেগম
জিনাত আফ্রুজ বেগম
আওরঙবাদি মল।
তাঁর সন্তানরা ছিলেন: দ্বিতীয় শাহ আলম
মির্জা মুহাম্মদ আলি আসগর বাহাদুর
মির্জা মুহাম্মদ হারুন হিদায়াত বখস্ বাহাদুর
তালি মুরাদ শাহ বাহাদুর
মির্জা জামিয়ত শাহ বাহাদুর
মুহাম্মাদ হিম্মত শাহ বাহাদুর
আহসান-উদ-দিন মুহাম্মদ বাহাদুর
মির্জা মুবারক শাহ বাহাদুর।