শাহাজান তৃতীয় সূত্র:
(১৭১১-১৭৭২ খ্রিষ্টাব্দ)
মোগল সাম্রাজ্যের পঞ্চদশ সম্রাট। অন্যনাম
মুহি-উল-মিল্লাত
তিনি ছিলেন সম্রাট
আওরঙ্গজেবের
কনিষ্ঠ পুত্র মুহাম্মাদ কাম বকশের জ্যেষ্ঠ পুত্র মুহি-উস-সুন্নাতের পুত্র।
মায়ের নাম রুশকিমি বেগম।
১৭১১ খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন। ১৭৫৯ খ্রিষ্টাব্দে
আবদাল আলী ভারত আক্রমণ করেন।
এই বছরের ২৯ নভেম্বর
আলমগীর দ্বিতীয় মৃত্যুবরণ করেন। এরপর
শাহাজান তৃতীয় ইমাদ-উল-মুলক-সহ
দরবারের কিছু পারিষদদের সহযোগিতায় সিংহাসন দখল করেন।
তাঁর রাজত্বকালে আফগানিস্তানের শাসক আবদাল আলী পাঞ্জাব থেকে মোগলদের বিতারিত করেন।
এই সময় মারাঠারা শাহাজাহান তৃতীয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে।
১৭৬০ খ্রিষ্টাব্দের ১০ ডিসেম্বর তিনি সিংহাসনচ্যুত হন। এরপর সিংহাসনে বসেন
শাহ আলম দ্বিতীয়। ১৭৭২ খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন।
তাঁর স্ত্রী ছিলেন সাদাত বেগম।
সন্তান: মির্জা সাদাত বখত বাহাদুর,
মির্জা ইকরাম বাহাদুর