অক্ষয়কুমার বড়াল
(১৮৬০-১৯১৯ খ্রিষ্টাব্দ)
উনবিংশ শতাব্দীর বাংলা সাহিত্যের অন্যতম কবি।

১৮৬০ খ্রিষ্টাব্দে কলকাতার চোরবাগানের এক স্বর্ণব্যবসায়ীর পরিবারে জন্মগ্রহণ করেন। পিতার নাম কালীচরণ বড়াল। এঁদের আদি নিবাস ছিল হুগলি জেলার চন্দননগরে।

তাঁর প্রাথমিক শিক্ষা শুরু হয়েছিল কলকাতার হেয়ার স্কুলে। বিভিন্ন কারণে তিনি স্কুল শিক্ষা শেষ করতে করতে পারেন নি। তিনি নিজেকে স্বশিক্ষিত মানুষ হিসাবে গড়ে তোলেন। স্কুল ত্যাগের পর অক্ষয়কুমার তিনি 'দিল্লি অ্যান্ড লন্ডন' ব্যাংকের হিসাব বিভাগের কর্মচারী হিসেবে কর্মজীবন শুরু করেন। এখানে কয়েক বছর চাকরি করার পর 'নর্থ ব্রিটিশ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি'তে যোগ দেন।

তিনি তৎকালীন বিখ্যাত কবি বিহারীলাল চক্রবর্তীর ভক্ত ছিলেন। পরে তাঁরই অনুপ্রেরণায় তিনি কবিতা লেখা শুরু করেন। বঙ্গদর্শন পত্রিকার ১২৮৯ বঙ্গাব্দের অগ্রহায়ণ সংখ্যায় তাঁর প্রথম কবিতা রজনীর মৃত্যু  প্রকাশিত হয়। এরপর থেকে তিনি অজস্র কবিতা রচনা করেছেন।  ১৯১৯ সালের জুন ১৯ তারিখে তিনি মৃত্যুবরণ করেন।

স্বরচিত গ্রন্থ :

সম্পাদিত গ্রন্থ:


সূত্র :