বাহরাম শাহ্
ভারতবর্ষে আদি তুর্কি শাসনের পঞ্চম শাসক এবং সুলতান ইলতুৎমিস -এর পুত্র।

১৯৩৬ খ্রিষ্টাব্দে ইলতুৎমিস-এর কন্যা রাজিয়া দিল্লীর সিংহাসন লাভের পর, আমিরদের বিদ্রোহের কারণে মাত্র ৪ বছর রাজত্ব করেন। ১২৪০ খ্রিষ্টাব্দে দিল্লীর তুর্কি আমিরদের নেতা আইতেগীনের পরামর্শে ভাতিণ্ডার শাসনকর্তা আল্‌তুনিয়া বিদ্রোহ ঘোষণা করেন। এই বিদ্রোহ দমনে রাজিয়া ভাতিণ্ডা আক্রমণ করলে, রাজিয়ার বিশ্বস্ত অনুচর ইয়াকৎ নিহত হন এবং রাজিয়া বন্দী হন।  এই সময় ইলতুৎমিসের পুত্র মজুদ্দিন বাহরামকে সিংহাসনে বসানো হয়। নতুন ব্যবস্থা অনুসারে বাহরামকে নামে মাত্র সুলতান পদে রেখে আইতেগিন রাজ্যের শাসন হাতে নেন। এদিকে আল্‌তুনিয়া উপযুক্ত পুরস্কার না পেয়ে রাজিয়াকে ছেড়ে দেন এবং তাঁকে বিবাহ করেন।

১২৪০ খ্রিষ্টাব্দে রাজিয়াকে দিল্লীর সিংহাসনে পুনঃপ্রতিষ্ঠার জন্য দিল্লী আক্রমণ করেন। দিল্লীর সাথে যুদ্ধে আলতুনিয়া পরাজিত ও নিহত হন। পরে রাজিয়াকে বন্দি ও হত্যা করা হয়। তাঁর মৃত্যুর পর ইলতুৎমিসের বাহরাম দিল্লীর সিংহাসনে বসেন। কিন্তু ১৯৪২ খ্রিষ্টাব্দে আমিররা তাঁকে অপসারিত করে, ইলতুৎমিস-এর অপর পুত্র আলাউদ্দিন আলাউদ্দিন মাসুদ শাহকে সিংহাসনে বসান।

সূত্র :
বাংলাদেশের ইতিহাস/রমেশচন্দ্র মজুমদার।
ভারতের ইতিহাস । অতুলচন্দ্র রায়, প্রণবকুমার চট্টোপাধ্যায়।