দ্বিতীয় বিগ্রহপাল
পাল রাজবংশের নবম রাজা। ৯৬০ খ্রিষ্টাব্দে পাল রাজবংশের অষ্টম রাজা দ্বিতীয় গোপাল (৯৪০-৯৬০ খ্রিষ্টাব্দ)-এর মৃত্যুর পর, তাঁর পুত্র বিগ্রহপাল রাজত্ব লাভ করেন। ইতিহাসে একে দ্বিতীয় বিগ্রহপাল নামে অভিহিত করা হয়। উল্লেখ্য প্রথম বিগ্রহ পাল (৮৫০-৮৫৪ খ্রিষ্টাব্দ) ছিলেন পাল রাজবংশের পালবংশের পঞ্চম রাজা।

এই রাজার সম্পর্কে বিশেষ কিছু জানা যায় না। চন্দেল্ল ও কলচুরি রাজবংশের সভাকবিরা যে অঙ্গ, রাঢ়া, গৌড় ও বঙ্গাল প্রভৃতি রাজ্যের উলেখ করেছেন। তা সম্ভবত এই সময়ের পৃথক পৃথক স্বাধীন রাজ্যে। তাঁর সময় অঙ্গ ও মগধ রাজ্য পাল সাম্রাজ্যের অন্তর্গত ছিল।

দ্বিতীয় বিগ্রহপাল আনুমানিক ৯৬০ হতে ৯৮৮ খ্রিষ্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন। তাঁর পুত্র মহীপাল প্রথম -এর তাম্রশাসনে উক্ত হয়েছে যে, তিনি (মহীপাল) অনধিকারী কর্তৃক বিলুপ্ত পিতৃরাজ্যের উদ্ধার করেন।


সূত্র :
বাংলাদেশের ইতিহাস /রমেশচন্দ্র মজুমদার।
ভারতের ইতিহাস । অতুলচন্দ্র রায়, প্রণবকুমার চট্টোপাধ্যায়।