বিজয়গুপ্ত
মধ্যযুগীয় কবি। তাঁর জন্ম-মৃত্যু কাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। তবে আলাউদ্দিন হুসেন শাহ (১৪৯৩-১৫১৯ খ্রিষ্টাব্দ)-এর শাসনামলে তিনি কাব্যরচনা করেছিলেন, এই বিচারে বলা যায়, আলাউদ্দিন হুসেন শাহ-এর সমসাময়িক ছিলেন। এই সময়ের অপর মনসামঙ্গল রচয়িতা ছিলেন, বিপ্রদাস পিপিলাই

যতদূর জানা যায়, তিনি বরিশালের গৈলা-ফুলশ্রী অঞ্চলে জন্মগ্রহণ করেছিলেন। ১৪৮৪ খ্রিষ্টাব্দে তিনি বাংলায় 'পদ্মপুরাণ' রচনা শুরু করেন এবং ১৫২৫ খ্রিষ্টাব্দের দিকে গ্রন্থটি শেষ করেন। এই ছাড়া
মনসামঙ্গল কাব্য রচনা করেছিলেন ১৪৯৫ খ্রিষ্টাব্দে। এই কাব্যটি ঢাকা, ফরিদপুর ও বরিশাল অঞ্চলে বিশেষ জনপ্রিয় ছিল। ১৮৯৬ খ্রিষ্টাব্দে বরিশালে এই গ্রন্থটি মুদ্রিত হয়েছিল।


সূত্র: