বিপ্রদাস পিপিলাই
মধ্যযুগীয় কবি। তাঁর জন্ম-মৃত্যু কাল
সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। তবে
আলাউদ্দিন
হুসেন শাহ
(১৪৯৩-১৫১৯ খ্রিষ্টাব্দ)-এর শাসনামলে তিনি কাব্যরচনা করেছিলেন, এই বিচারে বলা
যায়,
আলাউদ্দিন
হুসেন শাহ-এর সমসাময়িক ছিলেন।
তিনি চব্বিশ পরগণার বাদুড়্যা-বটগ্রাম অঞ্চলে জন্মগ্রহণ করেন। আনুমানিক ১৪৯৫
খ্রিষ্টাব্দের দিকে তিনি
মনসামঙ্গল
রচনা করেন। উল্লেখ্য এই সময়ে
বিজয়গুপ্তও তাঁর
মনসামঙ্গল কাব্য রচনা করেছিলেন।
বিপ্রদাস পিপিলাই-এর রচিত গ্রন্থে চাঁদ সওদাগরের
বাণিজ্যযাত্রায় সপ্তগ্রামের বিস্তারিত বিবরণ জানা যায়।
সূত্র: