প্রথম
চন্দ্রগুপ্ত
ভারতবর্ষের
গুপ্তরাজবংশের তৃতীয় রাজা।
৩২০ খ্রিষ্টাব্দ গুপ্তরাজবংশের দ্বিতীয় রাজা
ঘটোৎকচ-এর মৃত্যুর পর
তাঁর পুত্র চন্দ্রগুপ্ত রাজা
হন। ইতিহাসে তিনি প্রথম চন্দ্রগুপ্ত নামে অভিহিত হয়ে থাকেন। তাঁর
রাজত্বকাল নিয়ে মতভেদ আছে।
তিনি কোনো বড় যুদ্ধে জয়লাভ করে রাজ্যের সীমা বৃদ্ধি করেছিলেন কিনা
জানা যায় না। তবে পুরাণ এবং সমুদ্রগুপ্তের 'এলাহাবাদ লিপি' থেকে জানা যায়,
চন্দ্রগুপ্তের রাজত্ব নেপাল সীমান্ত পর্য়ন্ত বিস্তৃত ছিল। সম্ভবত ছোটো রাজ্যগুলো
তিনি বড় কোনো যুদ্ধ বিগ্রহ ছাড়াই নিজ রাজ্যের অন্তর্গত করতে সমর্থ হয়েছিলেন। এছাড়া
লিচ্ছবী রাজকন্যা কুমারীদেবীকে বিবাহ করে, রাজ্যের সীমা এবং প্রতিপত্তি বৃদ্ধি করতে
সক্ষম হয়েছিলেন। সম্ভবত যৌতুক হিসেবে লিচ্ছবি রাজ্যের একটি বিশাল অংশ লাভ করেছিলেন।
৩৪০ খ্রিষ্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন। এরপর তাঁর পুত্র
সমুদ্রগুপ্ত গুপ্ত সিংহাসনে বসেন।
সূত্র :
বাংলাদেশের
ইতিহাস (আদিপর্ব)/রমেশচন্দ্র মজুমদার।
ভারতের ইতিহাস । অতুলচন্দ্র রায়, প্রণবকুমার চট্টোপাধ্যায়।