কৃষ্ণ
(খ্রিষ্টপূর্ব প্রথম শতাব্দী, খ্রিষ্টপূর্ব ২৭ অব্দের পরে)

ভারতের অন্ধ্র অঞ্চলের সাতবাহন রাজবংশের রাজা।

সাতবাহন রাজবংশে প্রতিষ্ঠাতা রাজা সিমুক অত্যাচারী হয়ে ওঠার পর প্রজা বিদ্রোহের সৃষ্টি হয়। এই সুযোগকে কাজে লাগিয়ে তাঁর ভাই কৃষ্ণতাঁকে সিংহাসন চ্যুত করেন। এই হট্টগোলে সিমুক  হন কত খ্রিষ্টাব্দে এই ঘটনা ঘটেছিল, তা সুষ্পষ্টভাবে জানা যায় না।

কৃষ্ণ তাঁর রাজ্যসীমা নাসিক পর্যন্ত সম্প্রসারিত করতে সক্ষম হয়েছিলেন। তিনি নাসিকে একটি বৌদ্ধ শ্রমণদের জন্য একটি গুহা নির্মাণ করেছিলেন। বিভিন্ন সূত্র থেকে জানা যায়, তিনি প্রায় ১৮ বৎসর রাজত্ব করেছিলেন। এরপর সাতবাহন রাজবংশের সিংহাসন লাভ করেন সাতকর্ণী।