সিমুক
(রাজত্বকাল: খ্রিষ্টপূর্ব ২৭-? অব্দ)
ভারতের
অন্ধ্র অঞ্চলের
সাতবাহন রাজবংশের প্রতিষ্ঠাতা।
খ্রিষ্টপূর্ব ২৭ অব্দের দিক সিমুক,
কান্ব রাজবংশশ
-এর শেষ এবং চতুর্থ রাজা সুশর্মণকে পরাজিত করে
সাতবাহন রাজবংশের সূচনা
করেন। এই কারণে সিমুককে এই রাজবংশের প্রতিষ্ঠাতা বলা হয়।
জৈন ধর্ম মতে, সিমুক ছিলেন
বৌদ্ধধর্মাবলম্বী। তিনি জৈনদের
জন্য মন্দির নির্মাণ করেছিলেন। তাঁর রাজত্বের শেষ দিকে, তিনি বেশ অত্যাচারী হয়ে
উঠেছিলেন। ফলে তিনি সিংহাসন চ্যুত হন এবং পরে তাঁকে হত্যা করা হয়।
সিমুক কতদিন রাজত্ব করেছিলেন তা সুনির্দিষ্টভাবে জানা যায় না।
সিমুকের পরে
রাজত্ব গ্রহণ করেন তাঁর ভাই
কৃষ।