কান্ব রাজবংশ
সূত্র :
প্রাচীন ভারতের রাজবংশ বিশেষ।
খ্রিষ্টপূর্ব ৭৩ অব্দে শুঙ্গ
বংশ-এর শেষ রাজা দেবভূতি'র মৃত্যুর পর কান্ব রাজবংশের রাজাদের রাজত্বকাল
শুরু হয়। পৌরাণিক গ্রন্থাদি থেকে জানা যায়, এই বংশের রাজারা খ্রিষ্টপূর্ব ৭৩ অব্দ
থেকে ২৪ খ্রিষ্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছিল। তবে এই বংশের রাজাদের সম্পর্কে বিশেষ
কোনো বিবরণ পাওয়া যায় না। ধারণা করা হয়, এদের রাজ্য সীমা মগধের ভিতরেই সীমাবদ্ধ
ছিল। এই রাজ বংশের চতুর্থ রাজা সুদর্শন দাক্ষিণাত্যের সাতবাহনবংশের রাজা সিমুক
কর্তৃক পরাজিত হয়েছিলেন। এরপর 'মিত্র' উপাধিধারী কয়েকজন রাজা মধুরা ও মগধে রাজত্ব
করেছিলেন। তবে এদের সাথে শুঙ্গরাজবংশের রাজাদের কোনো প্রত্যক্ষ সম্পর্ক ছিল কিনা তা
জানা যায় না।
খ্রিষ্টপূর্ব ২৭ অব্দের দিকে
সাতবাহন রাজবংশের রাজা
সিমুক
কান্ব-রাজ সুশর্মণকে পরাজিত করে,
সাতবাহন রাজবংশেরপত্তন করেছিলেন।
বাংলাদেশের
ইতিহাস (আদিপর্ব)/রমেশচন্দ্র মজুমদার।
ভারতের ইতিহাস । অতুলচন্দ্র রায়, প্রণবকুমার চট্টোপাধ্যায়।