কীর্তিবর্মণ, প্রথম
(রাজত্বকাল ৫৬৬-৫৯৭ খ্রিষ্টাব্দ)
বাতাপী
চালুক্য
রাজবংশের দ্বিতীয় রাজা।
কীর্তিবর্মণ ছিলেন বাতাপী চালুক্য বংশের প্রথম রাজা
পুলকেশী (প্রথম)-এর পুত্র।
৫৬৬ খ্রিষ্টাব্দে পুলকেশী প্রথম মৃত্যুবরণ করলে, তাঁর প্রথম পুত্র কীর্তিবর্মণ
(প্রথম) সিংহাসন লাভ করেন।
সিংহাসন লাভ
করার পর রাজ্য বিস্তারে মনোযোগ দেন। তিনি কাদম্ব ও
মৌর্য সম্রাজ্যের
দুর্বল রাজাকে পরাজিত করে কঙ্কন,
বেলারি ও কুর্ণল অঞ্চল দখল করেন। এছাড়া তিনি উত্তর ভারতে অভিযান চালিয়ে বিহার ও
বঙ্গদেশ পর্যন্ত অগ্রসর হয়েছিলেন। এছাড়াও তিনি
চোল
ও পাণ্ড্য
রাজ্যের কিছু অংশ দখল করে নেন। ৫৯৭ খ্রিষ্টাব্দে তিনি
মৃত্যুবরণ করলে তাঁর পুত্র মঙ্গলেশ সিংহাসন লাভ করেন।