ললিতমোহন চট্টোপাধ্যায়
(১৮৭৮-১৯৪৯ খ্রিষ্টাব্দ)
ব্রিটিশ ভারতে ব্রিটিশ-বিরোধী বাঙালি বিপ্লবী।  বাঘ যতীনের মামা।

১৮৭৮ খ্রিষ্টাব্দে কুষ্টিয়া জেলার কুমারখালী থানার কয়া গ্রামে জন্মগ্রহণ করেন। পিতার নাম মধুসূদন চট্টোপাধ্যায়।

১৮৯৩ খ্রিষ্টাব্দে কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল থেকে প্রবেশিকা পাশ করেন। পরে এই কলেজ থেকে বিএ. বিএল পাশ করে কৃষ্ণনগরে ওকালতি ব্যবসা শুরু করেন। তিনি ব্রিটিশ-ভারতে ব্রিটিশ-শাসনের অবসানের সশস্ত্র বিপ্লব-ই একমাত্র উপায়- এমনটাই বিশাস করতেন। তিনি তাঁর ভাগ্নে
যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় (বাঘা যতীন)-কে বিপ্লবের অগ্নিমন্ত্রে দীক্ষা দেন। এই সময় তাঁর শ্বশুর যোগেন্দ্রনাথ বিদ্যাভূষণ একই মতে বিশ্বাসী ছিলেন।

১৯০৩ খ্রিষ্টাব্দে যোগেন্দ্রনাথ বিদ্যাভূষণের বাড়িতে ললিতমোহন এবং
বাঘা যতীন বিপ্লবীদের সাথে আলোচনার জন্য আসতেন। এখানেই তাঁর সাথে পরিচয় ঘটেছিল- অরবিন্দ ঘোষ এবং অপর বিপ্লবী যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের সাথে।

১৯১৫ খ্রিষ্টাব্দে নদীয়ার শিবপুরের বিপ্লবীদের দ্বারা সংঘটিত ডাকাতি মামলায় গ্রেফতার হন। কিন্তু প্রমাণের অভাবে তিনি মুক্তি পান। তবে হাওড়া গ্যাং মামলায় তাঁকে কারাভোগ করতে হয়েছিল।

১৯৪৯ খ্রিষ্টাব্দে তিনি মৃত্‌যুবরণ করেন।


সূত্র: