৪৭ বৎসর অতিক্রান্ত বয়স
নজরুল ইসলামের ৪৭ বৎসর অতিক্রান্ত বয়স শুরু হয়েছিল ১১ জ্যৈষ্ঠ ১৩৫৩ বঙ্গাব্দ (শনিবার ২৫মে ১৯৪৬ খ্রিষ্টাব্দ) থেকে। শেষ হয়েছিল ১০ জ্যৈষ্ঠ ১৩৫৪ বঙ্গাব্দ
(রবিবার ২৫ শে মে ১৯৪৭ খ্রিষ্টাব্দ)
২৫-৩১ মে ১৯৪৬ (১১-১৭ জ্যৈষ্ঠ ১৩৫৩)
নজরুলের ৪৭ বৎসর অতিক্রান্ত বয়সের শুরু থেকেই নজরুল সম্বিতহারা ছিলেন। তাঁর চিকিৎসার জন্য তেমন বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছিল কিনা তা জানা যায় না।
২৫শে মে (শনিবার ১১ জ্যৈষ্ঠ ১৩৫৩), কলকাতা বিশ্ববিদ্যালয়ের
নজরুল সাহিত্য মজলিশের উদ্যোগে ইসলামিয়া কলেজ হলে কবি নজরুলের ৪৮তম জন্মবার্ষিকী
উদযাপিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নরেন্দ্র দেব। এই অনুষ্ঠানে নজরুলের রচিত
কবিতা ও গান পরিবেশিত হয়। এছাড়া নজরুলের রচিত প্রবন্ধ পাঠ, নজরুল সাহিত্য বিষয়ক
আলোচনা করা হয়।
জুন ১৯৪৬ (১৮ জ্যৈষ্ঠ-১৫ আষাঢ় ১৩৫৩)
এই মাসে নজরুলের শারীরিক ও মানসিক অবস্থা অপরবর্তনীয় অবস্থায় ছিল। এই
মাসে নজরুলের রচনা পত্রিকায়, রেকর্ডে বা গ্রন্থাকারে প্রকাশিত হয় নি।
জুলাই ১৯৪৬ (১৬ আষাঢ়-১৫
শ্রাবণ ১৩৫৩)
এই মাসে নজরুলের শারীরিক অবস্থা অপরবর্তনীয় অবস্থায় ছিল।
এই মাসে রেকর্ডে প্রকাশিত গান
- এইচএমভি। এন ২৭৬১৬:
বীণা চৌধুরী
আগষ্ট ১৯৪৬ (১৬ শ্রাবণ-১৪
ভাদ্র ১৩৫৩)
এই মাসে নজরুলের শারীরিক অবস্থা অপরবর্তনীয় অবস্থায় ছিল। এই
মাসে
হোসেন শহীদ সোহ্রাওয়ার্দীর
মন্ত্রীসভার সিদ্ধান্ত অনুসারে, নজরুলের মাসিক বৃত্তি
দেওয়ার ব্যবস্থা করা হয়।
এই মাসে রেকর্ডে প্রকাশিত গান
- কলম্বিয়া। জিই ২৯৬৫। শিল্পী: সরোজ কুশারী
-
চৈতী চাঁদের আলো আজ ভালো নাহি লাগে
[তথ্য]
সেপ্টেম্বর ১৯৪৬ (১৫ ভাদ্র-১৩
আশ্বিন ১৩৫৩)
এই মাসে নজরুলের শারীরিক অবস্থা অপরবর্তনীয় অবস্থায় ছিল।
এই মাসে রেকর্ডে প্রকাশিত গান
- এইচএমভি।
এন ২৭৬৩৩। শিল্পী: মৃণালকান্তি ঘোষ। সুর চিত্ত রায়
- ও মা বক্ষে ধরেন শিব যে চরণ (বক্ষে ধরেন)
[তথ্য]
- এইচএমভি। এন ২৭৬৩৮। শিল্পী সন্তোষ সেনগুপ্ত ।
সুরকার: হিমাংশু দত্ত।
শিরোনাম। সীতা।
- কোন্
সে সুদূর অশোক-কাননে [তথ্য]
- এইচএমভি । এন ২৭৭১৪। শিল্পী সন্তোষ সেনগুপ্ত
- এইচএমভি। এন ২৭৯০০। শিল্পী সন্তোষ সেনগুপ্ত
- এইচএমভি। এন ২৭৯০৭। শিল্পী তুষারকণা পাল
- সখি আমিই না হয় মান করেছিনু
- সখি বাজায়ে রাখ লো
অক্টোবর ১৯৪৬
(১৪ আশ্বিন-১৪ কার্তিক ১৩৫৩)
এই মাসে নজরুলের শারীরিক অবস্থা অপরবর্তনীয় অবস্থায় ছিল।
এই মাসে রেকর্ডে প্রকাশিত গান
- কলম্বিয়া। জিই ৭৩৬৩। শিল্পী: উত্তরা দেবী
- এইচএমভি। এন ২৭৯২০। শিল্পী মৃণালকান্তি ঘোষ
- আজ নাই কিছু মোর মান-অপমান
- আর কত দুখ দেবে বল মাধব
- এইচএমভি। এন ২৭৬৩৩। শিল্পী মৃণাল কান্তি ঘোষ
- আমার মুক্তি নিয়ে (মাগো আমার মুক্তি নিয়ে)
[তথ্য]
নভেম্বর ১৯৪৬ (১৫
কার্তিক-১৪ অগ্রহায়ণ ১৩৫৩)
এই মাসে নজরুলের শারীরিক অবস্থা অপরবর্তনীয় অবস্থায় ছিল।
এই মাসে পত্রিকায় প্রকাশিত রচনা
- নয়া জামানা। অগ্রহায়ণ ১৩৫৩
ডিসেম্বর ১৯৪৬ (১৫
অগ্রহায়ণ-১৫ পৌষ ১৩৫৩)
এই মাসে নজরুলের শারীরিক অবস্থা অপরবর্তনীয় অবস্থায় ছিল। এই মাসে নজরুলের রচনা
পত্রিকায়, রেকর্ডে বা গ্রন্থাকারে প্রকাশিত হয় নি।
জানুয়ারি ১৯৪৭ (১৬
পৌষ-১৭ মাঘ ১৩৫৩)
এই মাসে নজরুলের শারীরিক অবস্থা অপরবর্তনীয় অবস্থায় ছিল। এই মাসে নজরুলের রচনা
পত্রিকায়, রেকর্ডে বা গ্রন্থাকারে প্রকাশিত হয় নি।
ফেব্রুয়ারি ১৯৪৭ (১৮
মাঘ- ১৬ ফাল্গুন ১৩৫৩)
এই মাসে নজরুলের শারীরিক অবস্থা অপরবর্তনীয় অবস্থায় ছিল। এই মাসে নজরুলের রচনা
পত্রিকায়, রেকর্ডে বা গ্রন্থাকারে প্রকাশিত হয় নি।
এই মাসের ৯ তারিখে (রবিবার ২৬ মাঘ ১৩৫৩) সরকার প্রলয়শিখা কাব্যগ্রন্থের
উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়।
মার্চ ১৯৪৭ (১৭
ফাল্গুন-১৭ চৈত্র ১৩৫৩)
এই মাসে নজরুলের শারীরিক অবস্থা অপরবর্তনীয় অবস্থায় ছিল। এই মাসে নজরুলের রচনা
পত্রিকায়, রেকর্ডে বা গ্রন্থাকারে প্রকাশিত হয় নি।
এই মাসের ৩১ তারিখে (সোমবার ১৭ চৈত্র ১৩৫৩) সরকার যুগবাণীর উপর থেকে
নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়।
এপ্রিল ১৯৪৭ (১৮
চৈত্র ১৪৫৩-১৬ বৈশাখ ১৩৫৪)
এই মাসে নজরুলের শারীরিক অবস্থা অপরবর্তনীয় অবস্থায় ছিল।
এই মাসে রেকর্ডে প্রকাশিত গান
- এইচএমভি। এন ২৭৬৬৬। শিল্পী সত্য চৌধুরী
- জাগো অনশন বন্দী ওঠ রে যত
[তথ্য]
- দুর্গম গিরি কান্তার মরু [তথ্য]
১- ২৫ মে ১৯৪৭ (১৭
বৈশাখ -১০ জ্যৈষ্ঠ ১৩৫৪)
নজরুলের ৪৭ বৎসর অতিক্রান্ত বয়সের শেষ কয়েক দিনে, তাঁর
শারীরিক ও মানসিক অবস্থা অপরবর্তনীয় অবস্থায় ছিল।
এই সময় তাঁর কোনো রচনা গ্রন্থাকারে, রেকর্ডে বা পত্রিকায়
প্রকাশিত হয় নি।