বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: কোন্ সে-সুদূর অশোক-কাননে বন্দিনী তুমি সীতা
নাটক: 'বন্দিনী বিরহিনী সীতা'
কোন্ সে-সুদূর অশোক-কাননে
বন্দিনী তুমি সীতা।
আর কতকাল জ্বলিবে আমার বুকে বিরহের চিতা॥
সীতা ─ সীতা!!
বিরহে তোমার অরণ্যচারী
কাঁদিব রঘুবীর বল্কলধারী,
ঝরা চামেলির অশ্রু ঝরায়ে ঝুরিছে বন-দুহিতা॥
সীতা ─ সীতা!!
তোমার আমার এই অনন্ত অসীম বিরহ নিয়া,
কত আদি কবি কত রামায়ণ রচিবে, কে জানে প্রিয়া!
বেদনার সুর-সাগর তীরে
দয়িতা আমার এসো এসো ফিরে,
আবার আঁধার হৃদি-অযোধ্যা হইবে দীপান্বিতা॥
সীতা ─ সীতা!!
- রচনাকাল ও স্থান: গানটির
রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।
১৯৩৮ খ্রিষ্টাব্দের জুন (জ্যৈষ্ঠ-আষাঢ় ১৩৪৫)
মাসে, এইচএমভি রেকর্ড কোম্পানি গানটির প্রথম রেকর্ড প্রকাশ করে।
এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৩৯
বৎসর ১ মাস।
-
গ্রন্থ:
- রেকর্ড:
- এইচএমভি। [জুন ১৯৩৮ (জ্যৈষ্ঠ-আষাঢ় ১৩৪৫)।
শিরোনাম: 'বন্দিনী সীতা'। এন ১৭০৮৪। শিল্পী:
সত্যবান (হিমাংশু দত্ত)।
সুরকার:
হিমাংশু দত্ত।
[সূত্র: রেকর্ড বুলেটিন জুন ১৯৩৮। পৃষ্ঠা: ৪]
- এইচএমভি।
[সেপ্টেম্বর ১৯৪৬ (ভাদ্র-আশ্বিন ১৩৫৩)। এন ২৭৬৩৮। শিরোনাম: 'বন্দিনী বিরহিনী
সীতা'। শিল্পী সন্তোষ সেনগুপ্ত ।
সুরকার:
হিমাংশু দত্ত।
শিরোনাম। সীতা।
- স্বরলিপি ও স্বরলিপিকার:
- পর্যায়:
- বিষয়াঙ্গ: ভক্তি [নাট্যগীতি]
- সুরাঙ্গ: রাগাশ্রয়ী